ভাষাংশ | রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাসংগ্রহের সূচি
রুদ্রচণ্ড
একাদশ দৃশ্য
নাগরিকগণ | ||
প্রথম । | সমাচার দাও সবে ঘরে ঘরে গিয়া– | |
শুনিতেছি পরাজয় হয়েছে মোদের। | ||
দ্বিতীয় । | অস্ত্রভার তুলিবারে সক্ষম যাহারা | |
আয় সবে ত্বরা ক'রে, সময় যে নাই! নগরদুয়ারে গিয়া দাঁড়াই আমরা। |
||
সকলে । | এখনি– এখনি চল যে আছ সেখানে! | |
তৃতীয় । | চিতানল গৃহে গৃহে জ্বালাইতে বল, | |
নগরশ্মশানে আজ রমণীরা যত প্রাণবিনিময়ে মান রাখিবে তাহারা! |
||
চতুর্থ । | মরণ-উৎসব আজ হইবে নগরে। | |
চিতার মশাল জ্বালি শোণিতমদিরা যমরাজ আজ রাত্রে করিবেন পান। [দূতের প্রবেশ] |
||
দূত । | শোন, শোন, পৃথ্বীরাজ বন্দী হয়েছেন। | |
সকলে । | বন্দী? | |
প্রথম । | রাজরাজ মহারাজ বন্দী আজি? | |
দ্বিতীয় । | লাগাও আগুন তবে নগরে নগরে! | |
তৃতীয় । | ভেঙে ফেল অট্টালিকা! | |
চতুর্থ । | ভস্ম কর গ্রাম, | |
সকলে । | সমভূমি ক'রে ফেল হস্তিনানগরী। |