বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
উজ্জ্বল
করো হে আজি এ আনন্দরাতি
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
আনুষ্ঠানিক পর্যায়ের
তৃতীয় গান।
উজ্জ্বল
করো হে আজি এ আনন্দরাতি
বিকাশিয়া
তোমার আনন্দমুখভাতি।
সভা-মাঝে
তুমি আজ বিরাজো হে রাজরাজ,
আনন্দে
রেখেছি তব সিংহাসন পাতি॥
সুন্দর করো, হে প্রভু, জীবন যৌবন
তোমারি মাধুরীসুধা করি বরিষন
লহো তুমি
লহো তুলে তোমারি চরণমূলে
নবীন
মিলনমালা প্রেমসূত্রে গাঁথি॥
মঙ্গল
করো হে, আজি মঙ্গলবন্ধন
তব
শুভ আশীর্বাদ করি বিতরণ।
বরিষ হে
ধ্রুবতারা, কল্যাণকিরণধারা—
দুর্দিনে
সুদিনে তুমি থাকো চিরসাথি॥
-
পাণ্ডুলিপির পাঠ:
Ms.426 (ii)
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
১৩০৩
বঙ্গাব্দের ১৪ বৈশাখ-এ দ্বিপেন্দ্রনাথের কন্যা নলিনীর সাথে আশুতোষ চৌধুরীর ছোটো ভাই
ডাঃ সুহৃৎনাথ চৌধুরীর বিবাহ হয়। এই বিবাহ উপলক্ষে রবীন্দ্রনাথ একটি গান রচনা করেন।
প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর গীতবিতান কালানুক্রমিক সূচী গ্রন্থে এই গানের
রচনার দিন উল্লেখ করেছেন ৯ বৈশাখ। আবার প্রশান্তকুমার তাঁর রবিজীবনী চতুর্থ খণ্ডে
গানটির রচনাকাল হিসাবে উল্লেখ করেছেন ১৩ বৈশাখ।
সে সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৪ বৎসর।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থ
-
দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস ১৩২৩]
[পৃষ্ঠা ৩২৪]
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত।
ভূপালি-তাল একতালা।
পৃষ্ঠা: ৪৬৯]
[নমুনা]
-
গান
-
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ) ব্রহ্মসঙ্গীত। ভূপালি-তাল একতালা। পৃষ্ঠা: ৪০৫]
[নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
(বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত
'কাব্যগ্রন্থাবলী' -
ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৮২]
[নমুনা]
-
প্রথম খণ্ড দ্বিতীয়
সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
-
অখণ্ড সংস্করণ,
তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।
আনুষ্ঠানিক পর্যায়ের
তৃতীয় গান।
- পত্রিকা:
- সাহিত্য পত্রিকা
(বৈশাখ ১৩০৩ বঙ্গাব্দ)।
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: স্বরলিপি নাই।
-
রাগ: ভূপালি। স্বরলিপি নেই। [রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)।
পৃষ্ঠা: ৩৫]।
-
রাগ: ভূপালি। তাল:
একতালা। স্বরলিপি নেই
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য
সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৫]