বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
ওঠো
রে মলিনমুখ,
চলো এইবার
পাঠ ও পাঠভেদ:
ওঠো রে মলিনমুখ, চলো এইবার।
এসো রে তৃষিত-বুক, রাখো হাহাকার॥
হেরো ওই গেল বেলা, ভাঙিল ভাঙিল মেলা—
গেল সবে ছাড়ি খেলা ঘরে যে যাহার॥
হে ভিখারি, কারে তুমি শুনাইছ সুর—
রজনী আঁধার হল, পথ অতি দূর।
ক্ষুধিত তৃষিত প্রাণে আর কাজ নাহি গানে—
এখন বেসুর তানে বাজিছে সেতার॥
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। গান। মূলতান। পৃষ্ঠা: ৭২]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, (চিত্রা ১৩০২ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৯৭] [নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: স্বরলিপি নাই।
স্বরলিপিকার: