রবীন্দ্রসঙ্গীতের সাথে সম্পর্কিত গ্রন্থাবলী ও পত্রিকা
 


বসন্ত

 

রবীন্দ্র্রনাথের রচিত নাটক বিশেষ। ১৩২৯ বঙ্গাব্দের (১৯২৩ খ্রিষ্টাব্দ) ফাল্গুন মাসের ১০ তারিখে এই নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। গ্রন্থটি রবীন্দ্র্রনাথ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন। ১৩৩৩ বঙ্গাব্দে এই গ্রন্থটি ঋতু-উৎসব নাট্য-সংকলনে গৃহীত হয়েছিল। বর্তমানে বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্র্ররচনাবলী'র পঞ্চদশ খণ্ডে স্থান পেয়েছে। এই গ্রন্থের সকল গানের স্বরলিপি স্বরবিতান-৬ (বসন্ত) এ  মুদ্রিত ছে। এই গ্রন্থে মোট ২৪টি গান রয়েছে। নিচে এই গানগুলোর তালিকা দেওয়া হলো।

 

 

 

১. বসন্তের পরিচরগণ : সব দিবি কে, সব দিবি পায় [প্রকৃতি-২১৩] [তথ্য]
২। বনভূমি : বাকি মি কিছুই রাখব না কিছুই

৩। ম্রকুঞ্জ: ফল ফলাবার শা মি মনে রাখি নি রে

৪। করবী : যদি তারে নাই চিনি গো

৫। বেণুবন : দখিন হাওয়া, জাগো জাগো

৬। দীপশিখা : ধীরে ধীরে ধীরে বও, ওগো উতল হাওয়া

৭। ঋতুরাজের পরিচরবর্গ : সহসা ডালপালা তোর উতলা-যে

৮। মাধবী : সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া

৯। শালবীথি : ভাঙল হাসির বাঁধ

১০। বকুল  : ও মার চাঁদের লো

১১। নদী : কে দেবে চাঁদ তোমায় দোলা
১২। দখিন হাওয়া : শুক্নো পাতা কে যে ছড়ায় ওই দূরে

১৩. কবি : গানগুলি মোর শৈবালেরই ল [প্রেম-৫] [তথ্য]

১৪। মাধবী মালতী : তোমার বাস কোথা-যে, পথিক ওগো

১৫। বনপথ : আজ দখিন-বাতাসে [প্রকৃতি-২২৬] [তথ্য]

১৬। ঋতুরাজ : ##*এখন মার সময় হলো (তথ্য)এখন মার সময় হলো (তথ্য)

১৭। মাধবী : বিদায় যখন চাইবে তুমি [প্রকৃতি-২২৭] [তথ্য]

১৮। ঋতুরাজ : এ বেলা ডাক পড়েছে কোন্খানে

১৯। ঝুমকোলতা : না, যেয়ো না, যেয়ো নাকো

২০। কন্দ : এবার বিদায়বেলার সুর ধরো ধরো

২১। ধুতুরা : আজ  খেলা ভাঙার খেলা [প্রকৃতি-২৩১] [তথ্য]

২২। জবা : ভয় করব না বিদায়বেদনারে

২৩। সকলে : ##*ওরে পথিক, ওরে প্রেমিক (তথ্য)ওরে পথিক, ওরে প্রেমিক (তথ্য)