ঋতু-উৎসব
রবীন্দ্রনাথের পাঁচটি নাটকের একটি সংকলন। এই সংকলনটি বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত হয়েছিল ১৩৩৩ বঙ্গাব্দে। এই গ্রন্থে মোট গানের সংখ্যা ছিল ১০৩। |
এই সংকলনের পাঁচটি নাটক
শেষবর্ষণ প্রথম প্রকাশ : ৩০ ভাদ্র ১৩৩২/১৫ সেপ্টেম্বর ১৯২৫ খ্রিষ্টাব্দ। গান সংখ্যা ২৫। দেখুন : শেষবর্ষণ শারদোৎসব প্রথম প্রকাশ : ১৩১৫ বঙ্গাব্দ/১৯০৮ খ্রিষ্টাব্দ। এই গীতি-আলেখ্যটিই ১৯২১ খ্রিষ্টাব্দে ঋণশোধ নামক নাটকে রূপান্তর করা হয়। শারদোৎসবে মোট ১০টি গান ছিল। দেখুন : শারদোৎসব । বসন্ত রবীন্দ্র্রনাথের রচিত নাটক বিশেষ। ১৩২৯ বঙ্গাব্দের (১৯২৩ খ্রিষ্টাব্দ) ফাল্গুন মাসের ১০ তারিখে এই নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। গ্রন্থটি রবীন্দ্র্রনাথ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন। গান সংখ্যা : ২৪। দেখুন : বসন্ত। সুন্দর রবীন্দ্র্রনাথের রচিত নাটক বিশেষ। ১৩৩১ বঙ্গাব্দে রচিত হয়। গান সংখ্যা ২৪। দেখুন : সুন্দর । ফাল্গুনী রবীন্দ্রনাথের রচিত নাটক। স্বরবিতান সপ্তম খণ্ডও এই নামে পরিচিত। ১৯১৬ খ্রিষ্টাব্দে (১৩২২ বঙ্গাব্দ) এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। গান সংখ্যা ৩০। দেখুন : |