রবীন্দ্রসঙ্গীতের সাথে সম্পর্কিত গ্রন্থাবলী ও পত্রিকা

শেষবর্ষণ

 

 

এটি একটি রবীন্দ্রনাথের রচিত নাট্য-গ্রন্থ। গ্রন্থটি রবীন্দ্রনাথব রচনা করেছিলেন ১৩৩২ বঙ্গাব্দে। ১৩৩২ বঙ্গাব্দের ভাদ্র মাসে নাটকটি মঞ্চস্থ হয়। এই সময় নাটকের গানগুলো নিয়ে একটি পুস্তিকা প্রকাশিত হয়। সম্পূর্ণ নাটকটি সবুজপত্র  পত্রিকার কার্তিক ১৩৩২। প্রকাশিত হয়। [PDF]

১৩৩৩ বঙ্গাব্দে এই গ্রন্থটি
ঋতু-উৎসব নাট্য-সংকলনে গৃহীত হয়েছিল।

বর্তমানে বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলীর অষ্টাদশ খণ্ডে এই গ্রন্থটি পাওয়া যায়। এই গ্রন্থে মোট ২৪টি গান ব্যবহৃত হয়েছে এবং গানগুলি নটরাজ চরিত্রের।

 

এই গ্রন্থে গৃহীত গানগুলির তালিকা নিচে দেওয়া হলো।

 

এসো নীপবনে ছায়াবীথিতলে [প্রকৃতি-৭৯] [তথ্য]
ঝরে ঝরো ঝরো ভাদরবাদর [প্রকৃতি-৭৮] [তথ্য]
কোথায় যে উধাও হল [প্রকৃতি-৮০] [তথ্য]
আজ শ্রাবণের পূর্ণিমাতে
বজ্রমানিক দিয়ে গাঁথা [প্রকৃতি-৫৮] [তথ্য]
পুব-হাওয়াতে দেয় দোলা [প্রকৃতি-৮২] [তথ্য]
অশ্রুভরা বেদনা দিকে দিকে জাগে
ধরণীর গগনের মিলনের ছন্দে [প্রকৃতি-৮৪] [তথ্য]
পথিক মেঘের দল জোটে ওই [প্রকৃতি-৫৭] [তথ্য]
বন্ধু রহো রহো সাথে।
ওই আসে ওই অতি ভৈরব হরষে [প্রকৃতি-২৭] [তথ্য]
একলা বসে বাদল-শেষে [প্রকৃতি-৮৬] [তথ্য]

      শ্যামল শোভন শ্রাবণ [প্রকৃতি-৮৭] [তথ্য]
দেখো দেখো, দেখো, শুকতারা [প্রকৃতি-১৫৯] [তথ্য]
ওলো শেফালি, ওলো শেফালি [প্রকৃতি-১৬০] [তথ্য]

যে ছায়ারে ধরব বলে [প্রেম-৪] [তথ্য]
এসো শরতের অমলমহিমা [প্রকৃতি-১৬১[তথ্য]
ওগো শেফালিবনের মনের কামনা [প্রকৃতি-১৫০] [তথ্য]
এবার অবগুণ্ঠন খোলো [প্রকৃতি-১৬২] [তথ্য]
তোমার নাম জানি নে, সুর জানি [প্রকৃতি-১৬৩] [তথ্য]
কার বাঁশি নিশিভোর
হে ক্ষণিকের অতিথি [প্রেম-১৬২] [তথ্য]
মার রাত পোহালো শারদ প্রাতে [প্রকৃতি-১৬৫] [তথ্য]
গান আমার যায় ভেসে যায় [প্রেম-১৬] [তথ্য]