রবীন্দ্রসঙ্গীতের সাথে সম্পর্কিত গ্রন্থাবলী
ও পত্রিকা
এটি একটি
রবীন্দ্রনাথের রচিত নাট্য-গ্রন্থ। গ্রন্থটি রবীন্দ্রনাথব রচনা
করেছিলেন ১৩৩২ বঙ্গাব্দে। ১৩৩২ বঙ্গাব্দের ভাদ্র মাসে
নাটকটি মঞ্চস্থ হয়। এই সময় নাটকের গানগুলো নিয়ে একটি পুস্তিকা প্রকাশিত হয়।
সম্পূর্ণ নাটকটি
সবুজপত্র
পত্রিকার কার্তিক
১৩৩২। প্রকাশিত হয়। [PDF] |
এই গ্রন্থে গৃহীত গানগুলির তালিকা নিচে দেওয়া হলো।
এসো নীপবনে ছায়াবীথিতলে [প্রকৃতি-৭৯]
[তথ্য] |
শ্যামল শোভন শ্রাবণ [প্রকৃতি-৮৭]
[তথ্য] দেখো দেখো, দেখো, শুকতারা [প্রকৃতি-১৫৯] [তথ্য] ওলো শেফালি, ওলো শেফালি [প্রকৃতি-১৬০] [তথ্য] যে ছায়ারে ধরব বলে [প্রেম-৪] [তথ্য] এসো শরতের অমলমহিমা [প্রকৃতি-১৬১] [তথ্য] ওগো শেফালিবনের মনের কামনা [প্রকৃতি-১৫০] [তথ্য] এবার অবগুণ্ঠন খোলো [প্রকৃতি-১৬২] [তথ্য] তোমার নাম জানি নে, সুর জানি [প্রকৃতি-১৬৩] [তথ্য] কার বাঁশি নিশিভোর হে ক্ষণিকের অতিথি [প্রেম-১৬২] [তথ্য] আমার রাত পোহালো শারদ প্রাতে [প্রকৃতি-১৬৫] [তথ্য] গান আমার যায় ভেসে যায় [প্রেম-১৬] [তথ্য] |