রবীন্দ্রসঙ্গীতের সাথে সম্পর্কিত গ্রন্থাবলী ও পত্রিকা


সুন্দর

 

রবীন্দ্র্রনাথের রচিত নাটক বিশেষ। ১৩৩১ বঙ্গাব্দে রচিত হয়। একই বছরে শান্তিনিকেতনের আম্রকুঞ্জে বসন্ত-উৎসবে এই নাটকটি পরিবশেনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য নাটকটি পরিবেশিত হয় নি। একই বছরের বর্ষশেষ অনুষ্ঠানে এই নাটকটি সংক্ষিপ্ত আকারে শান্তিনিকেতন পরিবেশিত হয়েছিল। এই গ্রন্থটির আদিপাঠে মোট ২৪টি গান ছিল। সংক্ষিপ্ত পাঠে গানের সংখ্যা ছিল ১২টি। ১৩৩৩ বঙ্গাব্দে এই গ্রন্থটি ঋতু-উৎসব  নাট্য-সংকলনে গৃহীত হয়েছিল। ১৩৩৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত গীতবিতান তৃতীয় খণ্ডে সুন্দর থেকে মোট ৮টি গান গ্রহণ করা হয়েছে।

 

 

সুন্দরের আদি পাঠ (১৩৩১ খ্রিষ্টাব্দে রচিত পাঠ) অনুসারে- এই গ্রন্থের গানের তালিকা নিচে তুলে ধরা হলো।

  1. আজ কি তাহার বারতা পেল [প্রকৃতি-১৩২] [তথ্য]

  2. আমার দোসর যে জন [প্রেম-১৩৪] [তথ্য]

  3. আমার মনের কোণের বাইরে [প্রেম-১৫৮] [তথ্য]

  4. আমার যদি বেলা যায় [প্রেম-৭৬] [তথ্য]

  5. এ কী মায়া,  লুকাও কায়া [প্রকৃতি-১৮৩] [তথ্য]

  6. ও কি এল, ও কি এল না [বিচিত্র-৮৪] [তথ্য]

  7. ও দেখা দিয়ে যে চলে গেল [প্রেম-২৯৫] [তথ্য]

  8. ওহে, সুন্দর, মরি মরি [পূজা-৫৩০] [তথ্য]

  9. কত যে তুমি মনোহর [প্রকৃতি-৭] [তথ্য]

  10. কবে তুমি আসবে ব'লে [প্রেম-২৯০] [তথ্য]

  11. কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও [প্রকৃতি-২] [তথ্য]

  12. ছিল যে পরানের অন্ধকারে [বিচিত্র-১১০] [তথ্য]

  13. জাগরণে যায় বিভাবরী [প্রেম-২৯১] [তথ্য]

  14. তোমায় চেয়ে আছি বসে পথের ধারে [পূজা-৫৩১] [তথ্য]

  15. ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান [প্রকৃতি-২৪১] [তথ্য]

  16. ফিরে ফিরে ডাক্ দেখি রে [প্রেম-২৬৩] [তথ্য]

  17. বারতা পেয়েছি মনে মনে

  18. ভাঙব তাপস ভাঙব তোমার

  19. মন চেয়ে রয়

  20. যে কেবল পালিয়ে বেড়ায় [বিচিত্র-৮৩] [তথ্য]

  21. রাতে রাতে আলোর শিখা

  22. লহো লহো তুলে লহো নীরব বীণাখানি [পূজা-৫২৮] [তথ্য]

  23. সে যে বাহির হল জানি [প্রেম-২৮৯] [তথ্য]

  24. হাটের ধুলা সয় না যে আর [বিচিত্র-২০] [তথ্য]