বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: নিশুম্ভমর্দ্দিনী অম্বে
বাল্মীকি।
নিশুম্ভমর্দ্দিনী অম্বে,
মহাসমরপ্রমত্ত মাতঙ্গিনী,
কম্পে রণাঙ্গন পদভারে একি!
থরথর মহী সমুদ্র, পর্ব্বত ব্যোম,
সুরনর শঙ্কাকূল— কে এ অঙ্গনা!
- পাণ্ডুলিপির পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: বাল্মীকি প্রতিভা রচনার সুনির্দিষ্ট সময় পাওয়া যায় না। এই গীতিনাট্যটি
রবীন্দ্রনাথ রচনা শেষ করেছিলেন পৌষ বা মাঘ মাসের দিকে। বাল্মীকি প্রতিভা
রচনার পরে, ১২৮৭ বঙ্গাব্দের ১৬ই ফাল্গুন (২৬
ফেব্রুয়ারি ১৮৮১ খ্রিষ্টাব্দ) জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির তেতলার ছাদে বিদ্বজ্জন
সমাগম উপলক্ষে মঞ্চস্থ হয়েছিল। ১২৮৭ বঙ্গাব্দের ফাল্গুন মাসে
গীতিনাট্যটি পুস্তাকারে প্রকাশিত হয়েছিল। গ্রন্থটি প্রকাশের সময়
রবীন্দ্রনাথের বয়স ১৯ বৎসর ১০ মাস। গ্রন্থ প্রকাশের বিচারে এই গানটির
রচনাকালও ১৯ বৎসর ১০ মাস বিবেচনা করা যেতে পারে।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
বাল্মীকি প্রতিভা
-
প্রথম সংস্করণ
(ফাল্গুন ১২৮৭)। দ্বিতীয় দৃশ্য।
বাল্মীকির গান। কানাড়া। [সূত্র:
রবীন্দ্ররচনাবলী অচলিত সংগ্রহ
প্রথম খণ্ড (বিশ্বভারতী, মাঘ ১৩৯২। পৃষ্ঠা: ৫৩৫)]
গানটি প্রথম ১২৮৭ বঙ্গাব্দের ১৬ই ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি ১৮৮১
খ্রিষ্টাব্দ) জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির তেতলার ছাদে বিদ্বজ্জন সমাগম
উপলক্ষে বাল্মীকি প্রতিভা মঞ্চস্থ হয়েছিল। এই সময় প্রথম গানটি প্রথম
সর্বসমক্ষে উপস্থাপিত হয়। ১২৮৭ বঙ্গাব্দের ফাল্গুন মাসে গীতিনাট্যটি
পুস্তাকারে প্রকাশিত হয়েছিল। এই গীতিনাট্যের সময় গানটি প্রথম
মুদ্রিতাকারে প্রকাশিত হয়েছিল। দ্বিতীয় সংস্করণে এই গানটি বাদ দিয়ে
অক্ষয় চৌধুরী রচিত '
রাঙাপদ-পদ্মযুগে' গানটি যুক্ত করা হয়।