বাল্মীকি প্রতিভা
(গীতিনাট্য)
প্রথম সংস্করণ (১২৮৭ বঙ্গাব্দ)
রবীন্দ্রনাথের রচিত প্রথম
গীতিনাট্য।
বেঙ্গল লাইব্রেরির তালিকা অনুসারে- গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১২
ফেব্রুয়ারি ১৮৮১ (শনিবার, ২ ফাল্গুন)। প্রকাশক: প্রসন্নকুমার বিশ্বাস। মুদ্রণ সংখ্যা
১০০০। মূল্য চার আনা।
গ্রন্থটির মুদ্রক: আদি ব্রাহ্মসমাজ যন্ত্রে/শ্রীকালিদাস চক্রবর্ত্তী দ্বারা/
মুদ্রিত।
গ্রন্থটির রচয়িতার নাম হিসেবে রবীন্দ্রনাথের নাম উল্লেখ ছিল না। বেঙ্গল লাইব্রেরির
তালিকায় গ্রন্থটির লেখক ও স্বত্বাধিকারী হিসেবে নাম ছিল- দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের
নাম ছাপা হয়েছিল।
গ্রন্থটির মলাটে লেখা ছিল- 'বাল্মীকি প্রতিভা/গীতি-নাট্য। বিদ্বজ্জন সমাগম উপলক্ষে।/রচিত
ও অভিনীত। গ্রন্থটির মলাটে ব্যবহার করা হয়েছিল ত্রৈলোক্যনাথ দেব-কৃত সরস্বতী দেবীর
কাঠখোদাই মূর্তির চিত্র।
বিদ্বজ্জন সভা, ভারতী উৎসব ও বাল্মীকি প্রতিভার অভিনয়
১২৮৭ বঙ্গাব্দের ১৬ই ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি ১৮৮১
খ্রিষ্টাব্দ), জোড়াসাঁকোস্থ ঠাকুর বাড়িতে 'বিদ্বজ্জন সভা
অনুষ্ঠিত হয়। এই সভার উৎসবের নাম ছিল 'ভারতী উৎসব'। এই উৎসবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
নামে যে আমন্ত্রণ পত্রটি ছাপা হয়েছিল, তার নমুনা ছিল নিম্নরূপ-
বিদ্বজ্জন সমাগম।
শূন্যমাপূর্ণতামেতি মৃত্যুশ্চপ্যমৃতয়তে
বিপৎ সম্পদিবাভাতি বিদ্বজ্জন সমাগমাৎ
সবিনয় নিবেদন
১৬ ফাল্গুন শনিবার সন্ধ্যা ৭
৷৷৹
ঘটিকার
সময় আমাদিগের যোড়াসাঁকোস্থ ভবনে ভারতী উৎসব হইবে; এবং সেই উপলক্ষে "বাল্মীকি
প্রতিভা" নামক অভিনব গীতি-নাট্য অভিনীত হইবে। আপনি যথা সময়ে উপস্থিত হইয়া
আমাদিগকে সুখী করিবেন।'
শ্রীদ্বজেন্দ্রনাথ ঠাকুর
৭
৷৷৹
ঘটিকার
সময় উৎসব আরম্ভ।
৮৷৷৹
ঘটিকার
সময় অভিনয় আরম্ভ।
এই পত্র
প্রবেশ পত্র স্বরূপে দ্বার-দেশে গৃহীত হইবে।
'বিদ্বজ্জন সভা' নামকরণ
করেছিলেন আনন্দচন্দ্র বেদান্তবাগীশ। তবে আমন্ত্রণ পত্রের সংস্কৃত শ্লোকটি কার রচিত
তা জানা যায় নি।
আমন্ত্রণপত্রটি মুদ্রিতাকারে বিতরণ করা হয়েছিল। তারিখের জায়গায় ১৬ লেখা হয়েছিল হতে।
এ বিষয়ে প্রশান্তকুমার পাল, তাঁর রচিত রবিজীবনীতে (দ্বিতীয় খণ্ড) লিখেছেন-
'...পুরো কার্ডটি
মুদ্রিত হলেও, '১৬' সংখ্যাটি হাতে লেখা। এর থেকে বোঝা যায় ফাল্গুন মাসেএ
কোনো-এক শনিবার অনুষ্ঠানটি হবে একথা পূর্বেই নির্দিষ্ট হয়ে গেলেও মহলা ও
অন্যান্য আয়োজন সম্পূর্ণ করার ব্যাপারে অনিশ্চয়তা থাকায় তারিখটি মুদ্রিত হয় নি।
এমন-ও হতে পারে যে, ২রা ফাল্গুন শনিবার [বাল্মীকিপ্রতিভা প্রকাশের
তারিখ]-ই অভিনয় হবে বলে গোড়ায় ঠিক হয়েছিল, সেই অনুযায়ী অভিনয়পত্রী হিসেবে
মুদ্রিত গ্রন্থটি প্রকাশিত হয়, কিন্তু কোনো কারণ-বশত তা একপক্ষকাল পেছিয়ে যায়।'
বাল্মীকি প্রতিভার
প্রথম অভিনয়
যথারীতি ১২৮৭ বঙ্গাব্দের ১৬ই ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি ১৮৮১
খ্রিষ্টাব্দ), জোড়াসাঁকোস্থ ঠাকুর বাড়ির বাইরে অংশের
তেতলার ছাদে। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ তাঁর 'জীবনস্মৃতি'র প্রথম পাণ্ডুলিপিতে
লিখেছিলেন-
বাল্মীকি প্রতিভার প্রথম সংসকরণের দৃশ্য সংখ্যা ছিল ৩টি। নিচে
গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা দেওয়া হলো।
-
আজকে তবে মিলে সবে করব লুটের ভাগ [প্রথম দৃশ্য,
দস্যুদের গান]
[তথ্য]
-
আমার কোথায় সে উষাময়ী প্রতিভা
[তৃতীয়
দৃশ্য বাল্মীকির গান]
[তথ্য]
-
আর
না আর
না [তৃতীয় দৃশ্য। দস্যুদের গান]
[তথ্য]
আরে, কী এত ভাবনা [দ্বিতীয় দৃশ্য, বাল্মীকি ও
দস্যুদের গান
] [তথ্য]
এ কি এ, ঘোর বন
[প্রথম
দৃশ্য, বালিকার গান]
[তথ্য]
এ কী এ স্থির চপলা [তৃতীয়
দৃশ্য, বাল্মীকির গান]
[তথ্য]
এ কেমন হ'লো মন আমার [দ্বিতীয়
দৃশ্য,
বাল্মীকির গান] [তথ্য]
এই যে হেরি গো দেবী আমারি
[তৃতীয় দৃশ্য। বাল্মীকির
গান]
[তথ্য]
এক ডোরে বাঁধা আছি মোরা
সকলে [প্রথম দৃশ্য, সমবেত গান]
[তথ্য]
এখন করব কি বল
[প্রথম দৃশ্য, সমবেত গান]
[তথ্য]
কালী কালী বলো রে আজ
[সকলের গান]
[তথ্য]
কি দশা হল আমার (হা, কী দশা হল আমার)
[দ্বিতীয়
দৃশ্য।
বালিকার গান]
[তথ্য]
কী বলিনু আমি
[তৃতীয় দৃশ্য। বাল্মীকির
গান]
[তথ্য]
কেন গো আপন মনে ভ্রমিছ [তৃতীয় দৃশ্য। বাল্মীকির
গান]
[তথ্য]
কোথা লুকাইলে [তৃতীয় দৃশ্য। বাল্মীকির
গান]
[তথ্য]
জীবনের কিছু হলো না [বাল্মীকিপ্রতিভা]
[তথ্য]
তবে আয় সবে আয় [প্রথম দৃশ্য, দস্যুদের গান]
[তথ্য]
থাম্ থাম্ কী করিবি [তৃতীয় দৃশ্য।
বাল্মীকি ও ব্যাধের গান] [তথ্য]
দেখো, হো ঠাকুর, বলি এনেছি মোরা
[দ্বিতীয় দৃশ্য।
দস্যুদের গান]
[তথ্য্]
নিয়ে আয় কৃপাণ [দ্বিতীয় দৃশ্য। বাল্মীকির
গান ]
[তথ্য]
নিশুম্ভমর্দিনী অম্বে [দ্বিতীয় দৃশ্য, বাল্মীকির গান]
[তথ্য]
পথ ভুলেছিস সত্যি বটে [প্রথম দৃশ্য।
দস্যুদের
গান]
[তথ্য]
ব্যাকুল হ'য়ে বনে বনে [তৃতীয় দৃশ্য ।
বাল্মীকির গান]
[তথ্য]
শোন্ তোরা
সবে শোন্ [প্রথম
দৃশ্য। বাল্মীকির গান]
[তথ্য]
শোন্ রে
শোন্ এ আদেশ [দ্বিতীয় দৃশ্য।
বাল্মীকির গান]
[তথ্য]
হৃদয়ে রাখ, গো দেবি, চরণ তোমার। [তৃতীয় দৃশ্য। বাল্মীকর গান]
[তথ্য]