বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: এই-যে 
হেরি গো দেবী আমারি।
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ: বাল্মীকি প্রতিভা। বাল্মীকির গান।
	
	বাল্মীকি।         এই-যে 
		হেরি গো দেবী আমারি।
                      
		সবি কবিতাময় জগত-চরাচর, সব শোভাময় নেহারি।
                      
		ছন্দে উঠিছে চন্দ্রমা, ছন্দে কনকরবি উদিছে,
                      
		ছন্দে জগমণ্ডল চলিছে, জ্বলন্ত কবিতা তারকা সব।
                      
		এ কবিতার মাঝারে তুমি কে গো দেবী,
                      
		আলোকে আলো আঁধারি।
                      
		আজি মলয় আকুল বনে বনে একি গীত গাহিছে;
                      
		ফুল কহিছে প্রাণের কাহিনী, নব রাগরাগিনী উছাসিছে―
                      
		এ আনন্দে আজ গীত গাহে মোর হৃদয় সব অবারি।
                      
		তুমিই কি দেবী ভারতী! কৃপাগুণে অন্ধ আঁখি ফুটালে―
                      
		উষা আনিলে প্রাণের আঁধারে,
                      
		প্রকৃতির রাগিনী শিখাইলে।
                      
		তুমি ধন্য গো! রব চিরকাল চরণ ধরি তোমারি॥
	
	- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের 
	পাণ্ডুলিপি পাওয়া যায় নি। 
	
- তথ্যানুসন্ধান 
	
		- ক. রচনাকাল ও স্থান: বাল্মীকি প্রতিভা রচনার সুনির্দিষ্ট সময় পাওয়া যায় না। এই গীতিনাট্যটি 
		রবীন্দ্রনাথ রচনা শেষ করেছিলেন পৌষ বা মাঘ মাসের দিকে। বাল্মীকি প্রতিভারচনার পরে, ১২৮৭ বঙ্গাব্দের ১৬ই ফাল্গুন (২৬ 
		ফেব্রুয়ারি ১৮৮১ খ্রিষ্টাব্দ) জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির তেতলার ছাদে বিদ্বজ্জন 
		সমাগম উপলক্ষে মঞ্চস্থ হয়েছিল।  ১২৮৭ বঙ্গাব্দের ফাল্গুন মাসে 
		গীতিনাট্যটি পুস্তাকারে প্রকাশিত হয়েছিল। গ্রন্থটি প্রকাশের সময় 
		রবীন্দ্রনাথের বয়স ১৯ বৎসর ১০ মাস। গ্রন্থ প্রকাশের বিচারে এই গানটির 
		রচনাকালও ১৯ বৎসর ১০ মাস বিবেচনা করা যেতে পারে।
 
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি: 
		
			- গ্রন্থ: 
			
				- 
	
	কাব্যগ্রন্থাবলী 
				[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।  
বাল্মীকি প্রতিভা। ষষ্ঠ দৃশ্য। বাল্মীকির গান। বাহার।
	পৃষ্ঠা ৩৫-৩৬] [নমুনা:
	প্রথমাংশ,
	শেষাংশ]
- 
	গীতবিতান
		- 
		প্রথম খণ্ড, প্রথম সংস্করণ। 
		(বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ) । বাল্মীকি প্রতিভা। ষষ্ঠ দৃশ্য। 
		বাল্মীকির গান । বাহার। পৃষ্ঠা: ৩৪। [নমুনা
	]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বাল্মীকি 
					প্রতিভা গীতিনাট্য। ষষ্ঠ
					দৃশ্য। বাল্মীকির গান। 
						
 
- 					
				 
				
 
	বাল্মীকি প্রতিভা (আদি 
			ব্রাহ্মসমাজ যন্ত্র, ফাল্গুন ১২৮৭)। তৃতীয় দৃশ্য। বাল্মীকির গান। 
			বাহার। [ দ্রষ্টব্য: 
					রবীন্দ্ররচনাবলী অচল সংগ্রহ প্রথম খণ্ড (বিশ্বভারতী ১৩৯২ মাঘ)। 
			পৃষ্ঠা: ৫৪০-৫৪১]
- দ্বিতীয় সংস্করণ (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ষষ্ঠ
			
					দৃশ্য। বাল্মীকির গান । 
					বাহার। পৃষ্ঠা: ২৬-২৭। [নমুনা:
	প্রথমাংশ,
	শেষাংশ]
 
- 
				
				ঊনপঞ্চাশত্তম খণ্ড 
				(৪৯), 
				বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।  বাণী অংশ: পৃষ্ঠা 
				২১-২২। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৭৮-৭৯।
				[নমুনা]
 
 গানটি প্রথম ১২৮৭ বঙ্গাব্দের ১৬ই ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি ১৮৮১ 
			খ্রিষ্টাব্দ) জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির তেতলার ছাদে বিদ্বজ্জন সমাগম 
			উপলক্ষে বাল্মীকি প্রতিভা মঞ্চস্থ হয়েছিল। এই সময় প্রথম গানটি প্রথম 
			সর্বসমক্ষে উপস্থাপিত হয়। ১২৮৭ বঙ্গাব্দের ফাল্গুন মাসে গীতিনাট্যটি 
			পুস্তাকারে প্রকাশিত হয়েছিল। এই গীতিনাট্যের সময় প্রথম মুদ্রিতাকারে 
			প্রকাশিত হয়েছিল। ১২৯২ বঙ্গাব্দে প্রকাশিত এই গ্রন্থের দ্বিতীয় 
			সংস্করণের সাথে গানটি প্রকাশিত হয়েছিল।
 
 
- 
		গ. সঙ্গীত বিষয়ক 
		তথ্যাবলী:
		বাল্মীকি প্রতিভায় এটি বাল্মীকির গান হিসেবে ব্যবহৃত হয়। 
		
			- 
			ভাঙা গান:  এটি একটি হিন্দি-ভাঙা গান, যার 
			কথা আগেই উল্লিখিত হয়েছে। অনেকে বলেন, দ্বিজেন্দ্রনাথের স্বপ্নপ্রয়াণ 
			কাব্যের 'জয় জয় পরব্রহ্ম' গানের নিম্নোদ্ধৃত অংশের কিছুপ্রভাব গানটিতে 
			রয়েছে: 
			
 ছন্দে উঠে শশি-রবি,
 ছন্দে পুন' অস্তাচলে যায়
 তারকা কনক-কুচি
 জ্বলদ-অক্ষর-রুচি,
 গীত-লেখা নীলাম্বর-পাতে।
 
 ছন্দে উঠিছে চন্দ্রমা, ছন্দে কনকরবি উদিছে,
 ছন্দে জগমণ্ডল চলিছে,
 জ্বলন্ত কবিতা তারকা সবে
			―
- 
			স্বরলিপিকার: 
			 
			
				- 
			মূল স্বরলিপিটি কার, তা 
				স্পষ্ট নয়।
- 
দিনেন্দ্রনাথ ঠাকুর।  সুরান্তর
				[স্বরবিতান 
				৪৯, বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)] 
 
- 
			সুর ও তাল: 
			
				- স্বরবিতান ৪৯ 
				খণ্ডে (বিশ্বভারতী চৈত্র ১৪১৩) গানটির রাগ উল্লেখ নেই। 
				
- 
বাহার [বাল্মীকি প্রতিভা দ্বিতীয় 
				সংস্করণ (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)]। 
- 
গানটির কিছু অংশ ৪।৪।৪।৪  
				মাত্রা ছন্দে ত্রিতাল তালে 
				এবং কিছু অংশ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ। 
 
- 
			গ্রহস্বর: ধণা।