বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
এই-যে হেরি গো দেবী আমারি।
পাঠ ও পাঠভেদ:
বাল্মীকি।         এই-যে হেরি গো দেবী আমারি।
                      সবি কবিতাময় জগত-চরাচর, সব শোভাময় নেহারি।
                      ছন্দে উঠিছে চন্দ্রমা, ছন্দে কনকরবি উদিছে,
                      ছন্দে জগমণ্ডল চলিছে, জ্বলন্ত কবিতা তারকা সব।
                      এ কবিতার মাঝারে তুমি কে গো দেবী,
                      আলোকে আলো আঁধারি।
                      আজি মলয় আকুল বনে বনে একি গীত গাহিছে;
                      ফুল কহিছে প্রাণের কাহিনী, নব রাগরাগিনী উছাসিছে―
                      এ আনন্দে আজ গীত গাহে মোর হৃদয় সব অবারি।
                      তুমিই কি দেবী ভারতী! কৃপাগুণে অন্ধ আঁখি ফুটালে―
                      উষা আনিলে প্রাণের আঁধারে,
                      প্রকৃতির রাগিনী শিখাইলে।
                      তুমি ধন্য গো! রব চিরকাল চরণ ধরি তোমারি॥