স্বরবিতান ৪৯
বাল্মীকি-প্রতিভা
এই গ্রন্থের ফাল্গুন ১৩৯৭
মুদ্রণের ৯১ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।
‘বাল্মীকি-প্রতিভা’স্বরলিপি-গ্রন্থ প্রথম প্রকাশিত হয় আশ্বিন ১৩৩৫ সালে। এই
গ্রন্থের স্বরলিপি দিনেন্দ্রনাথ ঠাকুর -কৃত। চৈত্র ১৮৭৯ শকাব্দে প্রকাশিত দ্বিতীয়
সংস্করণের সম্পাদনা করেন ইন্দিরাদেবী চৌধুরানী। ইতোপূর্বে এই গীতিনাট্যের
প্রতিভাদেবী –কৃত স্বরলিপি আনন্দসঙ্গীত পত্রিকার ১৩২০ আশ্বিন হইতে ১৩২৫ বৈশাখ-আষাঢ়
সংখ্যাগুলিতে প্রকাশিত হইয়াছিল।
এই নাট্যের অন্তর্ভুক্ত গানের সুরভেদ ও ছন্দভেদ সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্য
বর্তমান সংস্করণে সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন
শ্রীপ্রফুল্লকুমার দাস।
ভাদ্র ১৩৮২
গ্রন্থসূচি
-
অহো! আস্পর্ধা এ কি তোদের নরাধম
[তথ্য]
[নমুনা]
- আঃ কাজ কি গোলমালে
[তথ্য]
[নমুনা]
- আঃ বেচেছি এখন
[তথ্য]
[নমুনা]
- আছে তোমার বিদ্যে সাধ্যি জানা
[তথ্য]
[নমুনা]
- আজকে তবে মিলে সবে
[তথ্য]
[নমুনা]
- আয় মা, আমার সাথে
[তথ্য]
[নমুনা]
- আর না, আর না, এখানে আর না
[তথ্য]
[নমুনা]
- আরে, কী এত ভাবনা
[তথ্য]
[নমুনা]
- একি এ, একি এ, স্থিরচপলা
[তথ্য]
[নমুনা]
- এ কী এ ঘোর বন
[তথ্য]
[নমুনা]
- এ কেমন হল মন আমার
[তথ্য]
[নমুনা]
- এই বেলা সবে মিলে চলো হো
[তথ্য][নমুনা]
- এই যে হেরি গো দেবী আমারি [তথ্য][নমুনা]
- এক ডোরে বাঁধা আছি মোরা সকলে
[তথ্য]
[নমুনা]
- এখন করব কি বল
[তথ্য]
[নমুনা]
- এত রঙ্গ শিখেছ কোথা মুণ্ডমালিনী
[তথ্য]
[নমুনা]
- এনেছি মোরা এনেছি মোরা
[তথ্য]
[নমুনা]
- ওই মেঘ করে বুঝি গগনে
[তথ্য]
[নমুনা]
- কালী কালী বলো রে আজ
[তথ্য]
[নমুনা]
- কী দোষে বাঁধিলে আমায়
[তথ্য]
[নমুনা]
- কী বলিনু আমি! এ কী সুললিত বাণী রে
[তথ্য]
[নমুনা]
- কে এল আজি এ ঘোর নিশীথে
[তথ্য]
[নমুনা]
- কেন গো আপন-মনে
[তথ্য]
[নমুনা]
- কেন রাজা, ডাকিস কেন
[তথ্য]
[নমুনা]
- কোথা লুকাইলে
[তথ্য]
[নমুনা]
- কোথায় জুড়াতে আছে ঠাঁই
[তথ্য]
[নমুনা]
- কোথায় সে উষাময়ী প্রতিমা
[তথ্য]
[নমুনা]
- গহনে গহনে যা রে তোরা
[তথ্য]
[নমুনা]
- চল চল ভাই, ত্বরা করে মোরা আগে যাই
[তথ্য]
[নমুনা]
- ছাড়ব না ভাই, ছাড়ব না ভাই
[তথ্য]
[নমুনা]
- জীবনের কিছু হল না হায়
[তথ্য]
[নমুনা]
- তবে আয় সবে আয়
[তথ্য]
[নমুনা]
- থাম থাম, কী করিবি
[তথ্য]
[নমুনা]
- দেখ দেখ, দুটো পাখি বসেছে গাছে
[তথ্য]
[নমুনা]
- দেখো হো ঠাকুর, বলি এনেছি মোরা
[তথ্য]
[নমুনা]
- নমি নমি ভারতী, তব কমলচরণে
[তথ্য]
[নমুনা]
- নিয়ে আয় কৃপাণ । রয়েছে তৃষিতা শ্যামা মা
[তথ্য]
[নমুনা]
- পথ ভুলেছিস সত্যি বটে
[তথ্য]
[নমুনা]
- প্রাণ নিয়ে তো সটকেছি রে
[তথ্য]
[নমুনা]
- বলব কী আর বলব খুড়ো
[তথ্য]
[নমুনা]
- বাণী বীণাপাণি, করুণাময়ী
[নমুনা]
- ব্যাকুল হয়ে বনে বনে ভ্রমি একেলা
[তথ্য]
[নমুনা]
- মরি ও কাহার বাছা
[তথ্য]
[নমুনা]
- রাখ রাখ ফেল ধনু, ছাড়িস নে বাণ
[তথ্য]
[নমুনা]
- রাঙা পদ পদ্মযুগে প্রণমি গো ভবদারা
[তথ্য]
[নমুনা]
- রাজা মহারাজা কে জানে
[তথ্য]
[নমুনা]
- রিম ঝিম ঘন ঘন রে
[তথ্য]
[নমুনা]
- শোন্ তোরা তবে শোন
[তথ্য]
[নমুনা]
- শোন তোরা শোন এ আদেশ
[নমুনা]
- শ্যামা, এবার ছেড়ে চলেছি মা
[তথ্য]
[নমুনা]
- সর্দারমশায় দেরি না সয়
তথ্য]
[নমুনা]
- সহে না, সহে না, কাঁদে পরাণ
[তথ্য]
[নমুনা]
- হায়, কী দশা হল আমার
[তথ্য]
[নমুনা]