স্বরবিতান ৪৯
বাল্মীকি-প্রতিভা

এই গ্রন্থের ফাল্গুন ১৩৯৭ মুদ্রণের ৯১ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।

‘বাল্মীকি-প্রতিভা’স্বরলিপি-গ্রন্থ প্রথম প্রকাশিত হয় আশ্বিন ১৩৩৫ সালে। এই গ্রন্থের স্বরলিপি দিনেন্দ্রনাথ ঠাকুর -কৃত। চৈত্র ১৮৭৯ শকাব্দে প্রকাশিত দ্বিতীয় সংস্করণের সম্পাদনা করেন ইন্দিরাদেবী চৌধুরানী। ইতোপূর্বে এই গীতিনাট্যের প্রতিভাদেবী –কৃত স্বরলিপি আনন্দসঙ্গীত পত্রিকার ১৩২০ আশ্বিন হইতে ১৩২৫ বৈশাখ-আষাঢ় সংখ্যাগুলিতে প্রকাশিত হইয়াছিল।

এই নাট্যের অন্তর্ভুক্ত গানের সুরভেদ ও ছন্দভেদ সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।
ভাদ্র ১৩৮২

গ্রন্থসূচি