বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: তবে আয় সবে আয়।
পাঠ ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ: বাল্মীকি প্রতিভার দস্যুদের গান। 
	
               
তবে আয় সবে আয়, তবে আয় সবে আয়―
		           
		    তবে ঢাল্ সুরা, ঢাল্ সুরা, ঢাল্ 
		ঢাল্ ঢাল্ !
		           
		    দয়া মায়া কোন্ ছার, ছারখার হোক 
		!
		               
		কে বা কাঁদে কার তরে, হাঃ হাঃ হাঃ !
		               
		তবে আন্ তলোয়ার, আন্ আন্ তলোয়ার,
		           
		    তবে আন্ বরশা, আন্ আন্ দেখি ঢাল 
		!
		প্রথম দস্যু।  আগে পেটে কিছু ঢাল্, পরে পিঠে নিবি 
		ঢাল।
		               
		হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ হাঃ!
		               
		হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ॥
	
	- পাণ্ডুলিপির পাঠ: 
	রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
	
 
- তথ্যানুসন্ধান
		- 
ক. রচনাকাল ও স্থান: বাল্মীকি প্রতিভা রচনার সুনির্দিষ্ট সময় পাওয়া যায় না। 
এই গীতিনাট্যটি রবীন্দ্রনাথ রচনা শেষ করেছিলেন পৌষ বা মাঘ মাসের দিকে। বাল্মীকি 
প্রতিভা
		রচনার পরে, ১২৮৭ বঙ্গাব্দের ১৬ই ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি ১৮৮১ 
খ্রিষ্টাব্দ) জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির তেতলার ছাদে বিদ্বজ্জন সমাগম উপলক্ষে মঞ্চস্থ 
হয়েছিল।  ১২৮৭ বঙ্গাব্দের ফাল্গুন মাসে গীতিনাট্যটি পুস্তাকারে প্রকাশিত 
হয়েছিল। গ্রন্থটি প্রকাশের সময় রবীন্দ্রনাথের বয়স ১৯ বৎসর ১০ মাস। গ্রন্থ প্রকাশের 
বিচারে এই গানটির রচনাকালও ১৯ বৎসর ১০ মাস বিবেচনা করা যেতে পারে।
 
 
- 
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি: 
	- 
গ্রন্থ:
	
	- 
	
			কাব্যগ্রন্থাবলী 
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা। প্রথম দৃশ্য। অরণ্য, 
			দস্যুদের গান। বেলাবতী। পৃষ্ঠা ২৯]
[নমুনা] 
		
- 
	
	
		গীতবিতান
			- 		
			
			প্রথম খণ্ড, প্রথম সংস্করণ।
			(বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ)। বাল্মীকি প্রতিভা সকলে (দস্যুদের 
			গান)। পৃষ্ঠা: ১৬-১৭।
[প্রথমাংশ,
			শেষাংশ]
	
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বাল্মীকি প্রতিভা 
গীতিনাট্য।
			প্রথম দৃশ্য, অরণ্য।
			সকলে (দস্যুদের গান)।
			
 
- 
	
	বাল্মীকি প্রতিভা
		- 
		প্রথম সংস্করণ
(ফাল্গুন ১২৮৭)। প্রথম 
	দৃশ্য। দস্যুদের গান। রাগিণী বেলাবতী।  [সূত্র: রবীন্দ্ররচনাবলী অচলিত সংগ্রহ 
	প্রথম খণ্ড (বিশ্বভারতী, মাঘ ১৩৯২। পৃষ্ঠা: ৫৩৩)]
- 
		দ্বিতীয় সংস্করণ (আদি ব্রাহ্মসমাজ 
	যন্ত্র, ১২৯২)। প্রথম দৃশ্য, অরণ্য। 
	রাগিণী বেলাবতী। পৃষ্ঠা: 
	৪-৫। [নমুনা:
	প্রথমাংশ,
		শেষাংশ]
 
- 
	ঊনপঞ্চাশত্তম খণ্ড 
	(৪৯),  বাল্মীকিপ্রতিভা 
	(বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।  বাণী অংশ: পৃষ্ঠা 
	৯, ১০। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৩৭-৩৮। 
	[নমুনা]
 
 
 
- 
	
		গ. সঙ্গীত বিষয়ক 
		তথ্যাবলী: 
		বাল্মীকি প্রতিভার এই গানটি দস্যুদের সকলের গান হিসেবে ব্যবহার করা হয়েছে। 
		গানটির শেষ দুটি পঙ্ক্তি, প্রথম দস্যুর ব্যাঙ্গাত্মক উক্তি হিসেবে ব্যবহার 
		করা হয়েছে।
 
- স্বরলিপিকার: 
		
		
			- মূল স্বরলিপিটি কার, তা 
			স্পষ্ট নয়।
- দিনেন্দ্রনাথ ঠাকুর। সুরান্তর 
			[স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)]
 
- সুর ও তাল: 
		
			- স্বরবিতান ৪৯ 
			খণ্ডে (বিশ্বভারতী চৈত্র ১৪১৩) গানটির রাগ উল্লেখ নেই। 
			
- বেলাবতী [বাল্মীকি 
			প্রতিভা
			 দ্বিতীয় 
			সংস্করণ (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। 
- গানটি
			৪।৪
			মাত্রা ছন্দে
			কাহারবা তালে নিবদ্ধ।
- রাগ: 
			পাশ্চাত্য প্রভাব। তাল: কাহারবা।
			[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর 
			চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৫৩]।
- রাগ: 
			পাশ্চাত্য বেলাবতী। তাল: কাহারবা।
			
			[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। 
			প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। 
			পৃষ্ঠা: ৯৫]
			
			 
 
- গ্রহস্বর: 
			গা।