বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: তবে আয় সবে আয়।
পাঠ ও পাঠভেদ:
                তবে আয় সবে আয়, তবে আয় সবে আয়―
                তবে ঢাল্ সুরা, ঢাল্ সুরা, ঢাল্ ঢাল্ ঢাল্ !
                দয়া মায়া কোন্ ছার, ছারখার হোক !
                কে বা কাঁদে কার তরে, হাঃ হাঃ হাঃ !
                তবে আন্ তলোয়ার, আন্ আন্ তলোয়ার,
                তবে আন্ বরশা, আন্ আন্ দেখি ঢাল !
প্রথম দস্যু।  আগে পেটে কিছু ঢাল্, পরে পিঠে নিবি ঢাল।
                হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ হাঃ!
                হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ॥