বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:  একডোরে বাধা আছি মোরা সকলে পাঠ ও পাঠভেদ:
সকলে:     এক ডোরে বাঁধা আছি মোরা সকলে।‌    
              না মানি বারণ, না মানি শাসন, না মানি কাহারে।
              কে বা রাজা, কার রাজ্য, মোরা কী জানি!
              প্রতি জনেই রাজা মোরা, বনই রাজধানী!
              রাজা-প্রজা,উঁচু নিচু, কিছু না গনি!
              ত্রিভুবন মাঝে আমরা সকলে কাহারে না করি ভয় —
              মাথার উপরে রয়েছেন কালী, সমুখে রয়েছে জয়!