বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:  আরে, কী এত ভাবনা কিছু তো বুঝি না। পাঠ ও পাঠভেদ:
প্রথম দস্যু।       আরে, কী এত ভাবনা কিছু তো বুঝি না।
দ্বিতীয় দস্যু।      সময় বহে যায় যে।
তৃতীয় দস্যু।      কখন্‌ এনেছি মোরা , এখনো তো হল না।
চতুর্থ দস্যু।     এ কেমন রীতি তব, বাহ্‌ রে।
বাল্মিকী।          না না হবে না, এ বলি হবে না―
                     অন্য বলির তরে যা রে যা।          
প্রথম দস্যু।       অন্য বলি এ রাতে কোথা মোরা পাব!
দ্বিতীয় দস্যু।     এ কেমন কথা কও, বাহ্‌ রে॥