বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: শোন্ তোরা তবে শোন্।
পাঠ ও পাঠভেদ:  
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ: বাল্মীকি প্রতিভার বাল্মীকির গান। 
	
বাল্মীকি।            শোন্ তোরা তবে শোন্।
		                       অমানিশা আজিকে, পূজা দেব কালীকে।
		                       ত্বরা করি যা তবে, সবে মিলি যা তোরা—
		                                             বলি নিয়ে আয়॥
	
	- 
	পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি। 
-  তথ্যানুসন্ধান
		- 
		ক. রচনাকাল ও স্থান:
		বাল্মীকি প্রতিভা রচনার সুনির্দিষ্ট সময় পাওয়া যায় না। এই গীতিনাট্যটি 
		রবীন্দ্রনাথ রচনা শেষ করেছিলেন পৌষ বা মাঘ মাসের দিকে। বাল্মীকি প্রতিভা রচনার পরে, ১২৮৭ বঙ্গাব্দের ১৬ই ফাল্গুন (২৬ 
		ফেব্রুয়ারি ১৮৮১ খ্রিষ্টাব্দ) জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির তেতলার ছাদে বিদ্বজ্জন 
		সমাগম উপলক্ষে মঞ্চস্থ হয়েছিল।  ১২৮৭ বঙ্গাব্দের ফাল্গুন মাসে 
		গীতিনাট্যটি পুস্তাকারে প্রকাশিত হয়েছিল। গ্রন্থটি প্রকাশের সময় 
		রবীন্দ্রনাথের বয়স ১৯ বৎসর ১০ মাস। গ্রন্থ প্রকাশের বিচারে এই গানটির 
		রচনাকালও ১৯ বৎসর ১০ মাস বিবেচনা করা যেতে পারে।
 
- 
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	- 
	গ্রন্থ:
	
	- 
	কাব্যগ্রন্থাবলী 
				[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।  
বাল্মীকি প্রতিভা। প্রথম দৃশ্য। অরণ্য, বাল্মীকির গান। পিলু। 
পৃষ্ঠা ২৯]
[নমুনা]
		
- 
	
	
		গীতবিতান
			- 		
			
			প্রথম খণ্ড, প্রথম সংস্করণ। (বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ)। 
			বাল্মীকি প্রতিভা দস্যুদের প্রতি বাল্মীকির গান পৃষ্ঠা: ১৬। [নমুনা]
	
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বাল্মীকি প্রতিভা 
	গীতিনাট্য। 	দস্যুদের প্রতি বাল্মীকির গান।
 
 
	- 
	
	বাল্মীকি প্রতিভা
		- 
		প্রথম সংস্করণ 
(ফাল্গুন ১২৮৭)। প্রথম 
	দৃশ্য। বাল্মীকির গান। ঝিঁঝিট।  [সূত্র: রবীন্দ্ররচনাবলী অচলিত সংগ্রহ 
	প্রথম খণ্ড (বিশ্বভারতী, মাঘ ১৩৯২। পৃষ্ঠা: ৫৩২)]
 
	- দ্বিতীয় সংস্করণ (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। প্রথম দৃশ্য।  বাল্মীকির 
গান। পৃষ্ঠা: ১০। [নমুনা]
 
- 
	ঊনপঞ্চাশত্তম খণ্ড 
	(৪৯), বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।  বাণী অংশ: পৃষ্ঠা ৯। 
	স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৩৫-৩৬।[নমুনা]
 
 
 
- 
		
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		এই বাল্মীকির পরিবেশিত এই গানটির ভিতর দিয়ে, তিনি দস্যুদের কালী-পূজার জন্য 
		বলি সংগ্রহের নির্দেশ দিয়েছেন।
 
 
- স্বরলিপিকার: 
		
		
			- মূল স্বরলিপিটি কার, তা 
			স্পষ্ট নয়।
- দিনেন্দ্রনাথ ঠাকুর। সুরান্তর 
			[স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)]
 
		- 
		সুর ও তাল: 
স্বরবিতান ৪৯-এ গানটির রাগ 
			উল্লেখ নেই। বাল্মীকি প্রতিভার প্রথম ও দ্বিতীয় সংস্করণে এই গানের রাগ 
			উল্লেখ ছিল 'খাম্বাজ'। গানটি ৩।৩ ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
- 
		গ্রহস্বর: মা