বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:এখন করব কী বল্। পাঠ ও পাঠভেদ:
                   বাল্মীকির প্রতি
প্রথম দস্যু।        এখন করব কী বল্।
সকলে।            এখন করব কী বল্।
প্রথম দস্যু।        হো রাজা, হাজির রয়রছে দল!
সকলে।             বল্ রাজা, করব কী বল্ এখন করব কী বল্।
প্রথম দস্যু।        পেলে   মুখেরই কথা,
                       আনি যমেরই মাথা। করে দিই রসাতল!
সকলে।             করে দিই রসাতল!
সকলে।             হো রাজা, হাজির রয়েছে দল।
                       বল্ রাজা, করব কী বল্ এখন করব কী বল্॥