বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
 কালী কালী বলো রে আজ
পাঠ ও পাঠভেদ:
                কালী কালী বলো রে আজ―
বলো হো, হো হো, বলো হো, হো হো, বলো হো!
           নামের জোরে সাধিব কাজ―
বলো হো, হো, বলো হো, বলো হো!
ওই   ঘোর মত্ত করে নৃত্য রঙ্গমাঝারে,
ওই   লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে,
ওই   লট্ট পট্টকেশ, অট্ট অট্ট হাসে রে ―
            হাহাহা হাহাহা হাহাহা!
আরে  বল্‌ রে শ্যামা মায়ের জয়, জয় জয়!
জয় জয়, জয় জয়, জয় জয়, জয় জয়!
আরে  বল্‌ রে শ্যামা মায়ের জয়,জয় জয়!
আরে বল্‌ রে শ্যামা মায়ের জয়!