বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:  দেখো, হো ঠাকুর,বলি এনেছি মোরা।
পাঠ ও পাঠভেদ: গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: বাল্মীকি প্রতিভা। দস্যুদের গান।
দস্যুগণ।    দেখো হো ঠাকুর, বলি এনেছি মোরা।
              বড়ো সরেস পেয়েছি বলি সরেস―
              এমন সরেস মছ্‌লি, রাজা, জালে না পড়ে ধরা।
              দেরি কেন ঠাকুর, সেরে ফেলো ত্বরা ॥