বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
মরি ও কাহার বাছা,
পাঠ ও পাঠভেদ:
মরি ও কাহার বাছা, ওকে কোথায় নিয়ে যায়।
আহা, ঐ করুণ চোখে ও কার পানে চায়।
বাঁধা কঠিন পাশে, অঙ্গ কাঁপে ত্রাসে,
আঁখি জলে ভাসে—এ কী দশা হায়।
এ বনে কে আছে, যাব কার কাছে—
কে ওরে বাঁচায়॥
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা। প্রথম দৃশ্য। অরণ্য, বনদেবীদের গান। মিশ্র ঝিঁঝিট। পৃষ্ঠা ৩০] [নমুনা]