বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: থাম্‌ থাম্‌, কি করিবি বধি পাখীটির প্রাণ। পাঠ ও পাঠভেদ:
বাল্মীকি।            থাম্‌ থাম্‌, কি করিবি বধি পাখীটির প্রাণ।
                       দুটিতে রয়েছে সুখে, মনের উল্লাসে গাহিতেছে গান।
প্রথম ব্যাধ।         রাখো মিছে ও-সব কথা,
                       কাছে মোদের এস নাকো হেথা,
                       চাই নে ও-সব-শাস্তর-কথা― সময় বহে যায় যে॥
ব্যাধ।                    শোন শোন মিছে রোষ কোরো না!
                            থাম থাম ঠাকুর, এই ছাড়ি বাণ!