বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:  পথ ভুলেছিস সত্যি বটে
পাঠ ও পাঠভেদ:
প্রথম দস্যু।       পথ ভুলেছিস সত্যি বটে? সিধে রাস্তা দেখতে চাস?
                     এমন জায়গায় পাঠিয়ে দেব সুখে থাকবি বারো মাস।
সকলে।            হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ!
দ্বিতীয় দস্যু।      কেমন হে ভাই! কেমন সে ঠাঁই?
প্রথম দস্যু।       মন্দ নহে বড়ো ―
                     এক দিন না এক দিন সবাই সেথায় হব জড়ো।
সকলে।            হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ!
তৃতীয় দস্যু।      আয় সাথে আয়, রাস্তা তোরে দেখিয়ে দিই গে তবে―
                     আর তা হলে রাস্তা ভুলে ঘুরতে নাহি হবে।
সকলে।            হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ!