বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: কোথায় সে উষাময়ী প্রতিমা
পাঠ ও পাঠভেদ:
বাল্মীকি।           কোথায় সে উষাময়ী প্রতিমা―
                      তুমি তো নহ সে দেবী কমলাসনা।
                      কোরো না আমারে ছলনা।
                      কী এনেছ ধন মান! তাহা যে চাহে না প্রাণ।
                      দেবী গো, চাহি না, চাহি না, মণিময় ধূলিরাশি চাহি না―
                      তাহা লয়ে সুখী যারা হয় হোক্‌, হয় হোক―
                      আমি, দেবী, সে সুখ চাহি না।
                      যাও লক্ষ্মী অলকায়, যাও লক্ষ্মী অমরায়,
                      এ বনে এস না, এস না―
                      এসো না এ দীনজনকুটিরে!
                      যে বীণা শুনেছি কানে মন প্রাণ আছে ভোর―
                      আর কিছু চাহি না, চাহি না!॥