বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: কেন গো আপনমনে ভ্রমিছে বনে বনে
পাঠ ও পাঠভেদ:
লক্ষ্ণী।           কেন গো আপনমনে ভ্রমিছ বনে বনে,
                  সলিল দু নয়নে কিসের দুখে!
                  কমলা দিতেছে আসি রতন রাশি রাশি,
                  ফুটুক্‌ তবে হাসি মলিন মুখে।
                  কমলা যারে চায় বলো সে কী না পায়,
                  দুখের এ ধরায় থাকে সে সুখে।
                  ত্যেজিয়া কমলাসনে এসেছি এ ঘোর বনে,
                  আমারে শুভক্ষণে হের গো চোখে॥