বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: বাল্মীকি প্রতিভা। বাল্মীকির গান।
হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার।
এসো মা
করুণারানী, ও বিধুবদনখানি
হেরি হেরি আঁখি ভরি হেরিব আবার।
এসো
আদরিনী বাণী, সম্মুখে আমার॥
মৃদু মৃদু হাসি
হাসি বিলাও অমৃতরাশি,
আলোয় করেছ আলো, জ্যোতিপ্রতিমা-
তুমি গো লাবণ্যলতা, মূর্তি-মধুরিমা।
বসন্তের
বনবালা অতুল রূপের ডালা,
মায়ার মোহিনী মেয়ে ভাবের আধার-
ঘুচাও মনের মোর সকল আঁধার॥
অদর্শন হলে তুমি
ত্যেজি লোকালয়ভুমি
অভাগা বেড়াবে কেঁদে গহনে গহনে।
হেরে মোরে
তরুলতা বিষাদে কবে না কথা,
বিষণ্ণ কুসুমকুল বনফুলবনে।
‘হা দেবী’ ‘হা
দেবী’ বলি গুঞ্জরি কাঁদিবে অলি,
ঝরিবে ফুলের চোখে শিশির-আসার-
হেরিব জগত শুধু আঁধার- আঁধার॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের
পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: বাল্মীকি প্রতিভা রচনার সুনির্দিষ্ট সময় পাওয়া যায় না। এই গীতিনাট্যটি রবীন্দ্রনাথ রচনা শেষ করেছিলেন পৌষ বা মাঘ মাসের দিকে। বাল্মীকি প্রতিভা রচনার পরে, ১২৮৭ বঙ্গাব্দের ১৬ই ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি ১৮৮১ খ্রিষ্টাব্দ) জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির তেতলার ছাদে বিদ্বজ্জন সমাগম উপলক্ষে মঞ্চস্থ হয়েছিল। ১২৮৭ বঙ্গাব্দের ফাল্গুন মাসে গীতিনাট্যটি পুস্তাকারে প্রকাশিত হয়েছিল। গ্রন্থটি প্রকাশের সময় রবীন্দ্রনাথের বয়স ১৯ বৎসর ১০ মাস। গ্রন্থ প্রকাশের বিচারে এই গানটির রচনাকালও ১৯ বৎসর ১০ মাস বিবেচনা করা যেতে পারে।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- গীতবিতানের
নাট্যগীতি
পর্যায়ের দ্বিতীয়
গান ।
-
বাল্মীকি প্রতিভা
-
প্রথম সংস্করণ
(আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ফাল্গুন ১২৮৭)। তৃতীয় দৃশ্য। বাল্মীকির গান।
বাহার। [ দ্রষ্টব্য:
রবীন্দ্ররচনাবলী অচল সংগ্রহ প্রথম খণ্ড (বিশ্বভারতী ১৩৯২ মাঘ)।
পৃষ্ঠা: ৫৪১]
-
স্বরবিতান একপঞ্চাশত্তম
(৫১) খণ্ডের পরিশিষ্ট এর দ্বিতীয় গান। পৃষ্ঠা ৫৩-৫৫।
[নমুনা]
গানটি প্রথম ১২৮৭ বঙ্গাব্দের ১৬ই ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি ১৮৮১
খ্রিষ্টাব্দ) জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির তেতলার ছাদে বিদ্বজ্জন সমাগম উপলক্ষে
বাল্মীকি প্রতিভা মঞ্চস্থ হয়েছিল। এই সময় প্রথম গানটি প্রথম সর্বসমক্ষে
উপস্থাপিত হয়। ১২৮৭ বঙ্গাব্দের ফাল্গুন মাসে গীতিনাট্যটি পুস্তাকারে
প্রকাশিত হয়েছিল। এই গীতিনাট্যের সময় প্রথম মুদ্রিতাকারে প্রকাশিত হয়েছিল।
এরপর বাল্মীকি প্রতিভার দ্বিতীয় সংস্করণে গানটি বর্জিত হয়।
সঙ্গীত বিষয়ক
তথ্যাবলী:
বাল্মীকি প্রতিভার প্রথম সংস্করণে এই গানটি ব্যবহৃত হয়। এই গানটির অনেকগুলি
ছত্র বিহারিলালের সারদামঙ্গল কাব্যের প্রথম সর্গ থেকে নেওয়া, সম্ভবত এই কারণেই
গান
বর্জিত হয় এবং বর্তমানেও রবীন্দ্র-রচনাবলী প্রথম খণ্ডে বা স্বরবিতান ৪৯-এ গানটি
বা তার স্বরলিপি অন্তর্ভূক্ত হয় নি। অবশ্য পরে গীতবিতান ৩য় খণ্ড [১৩৮০]-এর
'নাট্যগীতি' বিভাগে [পৃ ৭৬৭-৬৮] গানটি এবং স্বরবিতান ৫১ -তে ইন্দিরা দেবী -কৃত
স্বরলিপিটি মুদ্রিত হয়েছে।