বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আহা, জাগি পোহালো বিভাবরী।
পাঠ ও পাঠভেদ:
আহা, জাগি পোহালো বিভাবরী।
ক্লান্ত নয়ন তব সুন্দরী॥
ম্লান প্রদীপ উষানিলচঞ্চল, পাণ্ডুর শশধর গত-অস্তাচল,
মুছ আঁখিজল, চল' সখি চল' অঙ্গে নীলাঞ্চল সম্বরি॥
শরতপ্রভাত নিরাময় নির্মল, শান্ত সমীরে কোমল পরিমল,
নির্জন বনতল শিশিরসুশীতল, পুলকাকুল তরুবল্লরী।
বিরহশয়নে ফেলি মলিন মালিকা এস নবভুবনে এস গো বালিকা,
গাঁথি লহ অঞ্চলে নব শেফালিকা অলকে নবীন ফুলমঞ্জরী॥
পাণ্ডুলিপির পাঠ:
Ms. 290
Ms. 426 (i)
পাঠভেদ:
ভাবসন্ধান: যুক্ত হবে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩০২ বঙ্গাব্দের আশ্বিন মাসে
রবীন্দ্রনাথ শিলাইদহে কাটান। এই সময় ১৫
আশ্বিন [মঙ্গলবার ১ অক্টোবর ১৮৯৫ খ্রিষ্টাব্দ] তারিখে তিনি এই গানটি রচনা করেন। এই
সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৪ বৎসর ৪ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড। [মজুমদার লাইব্রেরি ১৩১০] বিবিধ। মিশ্রভৈরোঁ। (মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৩৯-৪০ [নমুনা: ৩৯, ৪০]
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা: ৮৯। [নমুনা: ৮৯]
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। মিশ্র ভৈরোঁ পৃষ্ঠা: ৪৩১] [নমুনা]
গান
সিটী বুক সোসাইটী ১৩১৫
ইন্ডিয়ান প্রেস ১৩১৬
ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ) 'গান' অংশ থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১০৪-১০৫] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম বৈচিত্র্য-১১২) পর্যায়ের ১৩৯ সংখ্যক গান।
বাঙালির গান (১৩১২ খ্রিষ্টাব্দ)।
শেফালি (আষাঢ় ১৩৩৫)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল।
স্বরবিতান পঞ্চাশত্তম (শেফালি, ৫০) খণ্ডের (চৈত্র ১৪১৩) ২০ সংখ্যক গান। পৃষ্ঠা : ৬৮-৬৯।
স্বরলিপি-গীতিমালা , চতুর্থ খণ্ড, (১৩০৪ বঙ্গাব্দ)।মিশ্র রামকেলি-কাওয়ালি। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: স্বরবিতান পঞ্চাশত্তম (শেফালি, ৫০) খণ্ডের (চৈত্র ১৪১৩) -এর সুরান্তর অংশে এই গানটির যে স্বরলিপি মুদ্রিত আছে, তার স্বরলিপিকারও দিনেন্দ্রনাথ ঠাকুর। মূল স্বরলিপিটি কে করেছেন, তা স্পষ্ট নয়।
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চাশত্তম (শেফালি, ৫০) খণ্ডে (চৈত্র ১৪১৩) গৃহীত গানের সাথে রাগ-তালের উল্লেখ নেই। গানটি ৪।৪।৪।৪ ছন্দে ত্রিতালে নিবদ্ধ।
রাগ: মিশ্র গৌরী (ভৈরব ঠাট)। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা: ৭৮]
রাগ: ভৈরব। তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৪।]
রাগ: ভৈরব। তাল: ত্রিতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৫।]
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।