বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
বাজিল কাহার বীণা মধুর স্বরে
পাঠ ও পাঠভেদ:
বাজিল কাহার বীণা মধুর স্বরে
আমার নিভৃত নব জীবন 'পরে॥
প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম
কার দুটি নিরুপম চরণ-তলে॥
জেগে উঠে সব শোভা, সব মাধুরী,
পলকে পলকে হিয়া পুলকে পূরি।
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ,
পরানের আবরণ মোচন করে॥
লাগে বুকে সুখে দুখে কত যে ব্যথা,
কেমনে বুঝায়ে কব না জানি কথা।
আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি,
কাঁপে নদী বনরাজি বেদনাভরে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি Ms. 129 -তে গানটি পাওয়া যায়। ঝিঁঝিট। খাম্বাজ [নমুনা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা: ১০৭। [নমুনা: ১০৭]
চিত্রা (১৩০২ বঙ্গাব্দ)। শিরোনাম-বিকাশ।
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। গান। ঝিঁঝিট-খাম্বাজ। পৃষ্ঠা: ৬৬-৬৭। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, (চিত্রা ১৩০২ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৯২-৯৩] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
গীতবিতান-এর প্রেম (উপ-বিভাগ : প্রেম বৈচিত্র্য-২) পর্যায়ের ২৯ সংখ্যক গান।
বাঙালীর গান (১৩১২ খ্রিষ্টাব্দ)
স্বরবিতান
পঞ্চাশত্তম (৫০, শেফালি) খণ্ডের
(চৈত্র ১৪১৩) ২২ সংখ্যক
গান।
প্রথম স্বরলিপি : ৭৫-৭৬ পৃষ্ঠা
। সুরান্তর : ৭৭-৭৮
পৃষ্ঠা
।
রাগ : মিশ্র খাম্বাজ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৭]
গ্রহস্বর-রা।
[প্রথম স্বরলিপি]
সা । [সুরান্তর]
লয়-মধ্য।