বিষয়: 
		রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: বাজিল কাহার বীণা মধুর স্বরে
পাঠ ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম (উপ-বিভাগ : প্রেম বৈচিত্র্য-২) পর্যায়ের ২৯ সংখ্যক গান।
	
		
বাজিল কাহার বীণা মধুর স্বরে    
			আমার নিভৃত নব জীবন 
'পরে॥
প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম
    কার দুটি নিরুপম  
চরণ-তলে॥
জেগে উঠে সব শোভা, সব মাধুরী,
পলকে পলকে হিয়া পুলকে পূরি।
    কোথা হতে সমীরণ  
আনে নব জাগরণ,
    পরানের আবরণ মোচন করে॥
    লাগে বুকে সুখে দুখে 
কত যে ব্যথা,
কেমনে বুঝায়ে কব না জানি কথা।
আমার বাসনা আজি  ত্রিভুবনে উঠে বাজি,
    কাঁপে নদী বনরাজি  
বেদনাভরে॥
		
	
	- 
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের 
	পাণ্ডুলিপি 
Ms. 129
-তে গানটি পাওয়া যায়। ঝিঁঝিট। খাম্বাজ
	[নমুনা]
	
	
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: 
		১২ জ্যৈষ্ঠ ১৩০১। সুধীর বিবাহ উপলক্ষে রচিত।
		[সূত্র: রবীন্দ্রনাথের 
		পাণ্ডুলিপি 
Ms. 129]
		
		উল্লেখ্য, ১৩০১ বঙ্গাব্দের 
১২ জ্যৈষ্ঠে  [শুক্র ২৫ 
মে ১৮৯৪ খ্রিষ্টাব্দ],  দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুরের সাথে চারুবালা দেবীর 
বিবাহ হয়। এই সময় রবীন্দ্রনাথ জোড়াসাঁকোতে ছিলেন। এই বিবাহ উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটি 
রচনা করেন। এই সময় 
		রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৩ বৎসর ২ মাস।
 
		
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- কাব্যগ্রন্থ 
- 
অষ্টম খণ্ড [২০ নং কর্ণওয়ালিশ স্ট্রীট, কলিকাতা, 
মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ]  ঝিঁঝিট- 
খাম্বাজ। পৃষ্ঠা: ৭৫ 
[নমুনা]
- 
দশম খণ্ড 
[ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ], বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা: ১০৭। [নমুনা]
 
- 
				কাব্যগ্রন্থাবলী 
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩] চিত্রা। ঝিঁঝিট -খাম্বাজ। শিরোনাম-বিকাশ। পৃষ্ঠা: ৩১১।
[নমুনা]
- গান 
	
 
- গীতবিতান 
	- 
	প্রথম খণ্ড, প্রথম সংস্করণ 
	[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮] গ্রন্থসূচিতে গানটি (চিত্রা ১৩০২ বঙ্গাব্দ)থেকে গৃহীত হয়েছিল, এমনটা উল্লেখ আছে। মূলত- চিত্রার প্রথম সংস্করণে এই গানটি ছিল না। ১৩০৩ বঙ্গাব্দে কাব্যগ্রন্থাবলীতে অন্তর্ভুক্ত চিত্রাতে এই গানটি অন্তর্ভুক্ত হয়েছিল।
	
	কাব্যগ্রন্থাবলীতে অন্তর্ভুক্ত চিত্রাকে- এর দ্বিতীয় 
	সংস্করণ হিসেবে মান্য করা হয়। পৃষ্ঠা: ৯২-৯৩] 
- 
	অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।প্রেম ২৯।
 
- 
চয়নিকা [এলাহাবাদ ইন্ডিয়ান প্রেস, ১৩১৬ বঙ্গাব্দ]। পৃষ্ঠা: 
৪৪১
- 
চিত্রা
	- 
	প্রথম সংস্করণ 
	(ফাল্গুন ১৩০২)- 
	[আদি ব্রাহ্মসমাজ যন্ত্রে মুদ্রিত] -এ গানটি ছিল না। এর দ্বিতীয় সংস্করণ 
	প্রকাশিত হয়েছিল [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩]-তে 
	অন্তর্ভুক্ত হয়ে। কাব্যগ্রন্থাবলীতে এই গানটি অন্তর্ভুক্ত হলেও, চিত্রার পরবর্তী 
	সংস্করণে গানটি বাদ দেওয়া হয়েছিল।
 
- 
স্বরবিতান পঞ্চাশত্তম (৫০, শেফালি) খণ্ডের 
(চৈত্র ১৪১৩) ২২ সংখ্যক গান।
[নমুনা]
 প্রথম স্বরলিপি : ৭৫-৭৬ পৃষ্ঠা ।  সুরান্তর : ৭৭-৭৮ 
পৃষ্ঠা ।
 
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
			- স্বরলিপিকার:
				- দিনেন্দ্রনাথ ঠাকুর।     
[প্রথম স্বরলিপি]
 
- ইন্দিরাদেবী চৌধুরানী [সুরান্তর]
	- সুর ও তাল:
	- 
স্বরবিতান পঞ্চাশত্তম (৫০, শেফালি, চৈত্র ১৪১৩) গানটির দুটি স্বরলিপি আছে। কোনটির সাথেই রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপি দুটি ৪।৪ মাত্রা ছন্দে 'কাহারবা' তালে নিবদ্ধ। 
- রাগ : মিশ্র  খাম্বাজ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৭]
 
- রাগ: বেহাগ। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৮]
- রাগ: ঝিঁঝিট-খাম্বাজ। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: ১১৯।]     
 
- গ্রহস্বর-রা।  [প্রথম স্বরলিপি]
 সা । [সুরান্তর]
 লয়-মধ্য।