বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
মনে যে আশা লয়ে এসেছি
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ৩৬৬
মনে যে আশা লয়ে এসেছি হল না, হল না হে।
ওই মুখপানে চেয়ে ফিরিনু লুকাতে
আঁখিজল,
বেদনা রহিল মনে মনে॥
তুমি কেন হেসে চাও, হেসে যাও হে,
আমি কেন কেঁদে ফিরি―
কেন আনি কম্পিত হৃদয়খানি, কেন যাও দূরে না দেখে॥
তথ্যানুসন্ধান
বঙ্গাব্দে এই গানটি রচিত বলে অনুমিত হয়।
এই বিচারে গানটি রবীন্দ্রনাথের
৩২ বৎসর বয়সের রচনা।
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
গান।
বেলাবলী-ঢিমা তেতালা।
পৃষ্ঠা
৪৩৬][নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ) 'গান' অংশ
থেকে গৃহীত হয়েছে। পৃষ্ঠা: ১১৭]
[নমুনা]
-
এর প্রেম
(প্রেম
বৈচিত্র্য-৩৩৭)
পর্যায়ের
৩৬৬
সংখ্যক গান।
-
স্বরবিতান
অষ্টম (৮) খণ্ডের (মাঘ ১৪১৫ ব্ঙ্গাব্দ)
১৮ সংখ্যক গান। পৃষ্ঠা :
৪৩-৪৪।
- গানের
বহি ও বাল্মিকী প্রতিভা (বৈশাখ
১৩০০
বঙ্গাব্দ)।
- চৈতালী
(১৩০৩ বঙ্গাব্দ)। ১৩০৩
বঙ্গাব্দের
কাব্যগ্রন্থাবলীর
'গান' অংশ হতে।
- রবীন্দ্র গ্রন্থাবলী
(১৩১১বঙ্গাব্দ)।
গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙা গান:
মূল গান: পিয়া বিনে কৈসে
-
স্বরলিপি ও স্বরলিপিকার:
-
ইন্দিরাদেবী
চৌধুরানী।
[
ইন্দিরাদেবী
চৌধুরানী
-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
- সুর
ও তাল:
-
স্বরবিতান
অষ্টম (৮) খণ্ডের (মাঘ ১৪১৫ ব্ঙ্গাব্দ)
গৃহীত গানটির
স্বরলিপিতে বলা হয়েছে যে এই গানের গীতরীতি সম্পর্কে বিশেষ অবহিত হওয়া
আবশ্যক।
-
স্বরবিতান
অষ্টম (৮) খণ্ডের (মাঘ ১৪১৫ ব্ঙ্গাব্দ)
গৃহীত গানটির
স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে
উল্লেখ রয়েছে
যথাক্রমে মেঘাবলি ও ঢিমা ত্রিতাল।
[ঢিমা
ত্রিতাল তালে নিবদ্ধ
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
রাগ : ইমন বিলাবল। স্বরবিতানে
এই গানের রাগনাম মেঘাবলী। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার।
রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
- রাগ: ইমন
কল্যাণ। তাল: ত্রিতাল।
[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)] । পৃষ্ঠা: ৭২।
-
রাগ:
বেলাবলী (মেঘাবলী?)।
তাল: ঢিমে তেতালা
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা:
১২৫।
-
গ্রহস্বর:
সন্সা।
-
লয়: মধ্য।