বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: মনে যে আশা লয়ে এসেছি 
পাঠ ও পাঠভেদ: 
	- গীতবিতান  (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম : ৩৬৬ 
	
মনে যে আশা লয়ে এসেছি হল না, হল না হে।    
		ওই মুখপানে চেয়ে ফিরিনু লুকাতে 
আঁখিজল,
        
		               
বেদনা রহিল মনে মনে ॥ 
তুমি কেন হেসে চাও, হেসে যাও হে,   
		
               
আমি কেন কেঁদে ফিরি―
         
				কেন আনি কম্পিত হৃদয়খানি,   কেন যাও দূরে না দেখে
॥
	
	- 
	
	পাণ্ডুলিপির 
	পাঠ:
	পাওয়া যায়নি। 
- পাঠভেদ:      মনে যে আশা লয়ে এসেছি 
 আমি কেন কেঁদে ফিরি                   
	:    গানের বহি  ও 
	বাল্মিকী-প্রতিভা (১৩০০)
 আমি কেন কেঁদে কেঁদে ফিরি           
	:    গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
 
- তথ্যানুসন্ধান
	- ক. রচনাকাল ও স্থান: ১৩০০
	বঙ্গাব্দে এই গানটি রচিত বলে অনুমিত হয়। 
	এই বিচারে গানটি রবীন্দ্রনাথের 
	৩২ বৎসর বয়সের রচনা।
 
- খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	
	
	
 
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	
		- ভাঙা গান:
		
 মূল গান: পিয়া বিনে কৈসে
- স্বরলিপি ও স্বরলিপিকার: 
		
			- 
		ইন্দিরা দেবী
			চৌধুরানী। >[নমুনা]
 
 
- সুর ও তাল:
		
			- 
		স্বরবিতান 
অষ্টম  (৮) খণ্ডের (মাঘ ১৪১৫ ব্ঙ্গাব্দ) গৃহীত গানটির 
			স্বরলিপিতে বলা হয়েছে যে এই গানের গীতরীতি সম্পর্কে বিশেষ অবহিত হওয়া 
			আবশ্যক।
- 
			স্বরবিতান 
অষ্টম (৮) খণ্ডের (মাঘ ১৪১৫ ব্ঙ্গাব্দ)
গৃহীত গানটির 
			স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে উল্লেখ রয়েছে 
			যথাক্রমে মেঘাবলি ও ঢিমা ত্রিতাল।
 ঢিমা 
			ত্রিতাল তালে নিবদ্ধ 
			রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : ইমন বিলাবল। স্বরবিতানে 
এই গানের রাগনাম মেঘাবলী। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার।
			রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
			
- রাগ: ইমন 
			কল্যাণ। তাল: ত্রিতাল । [রবীন্দ্রসংগীত 
			: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)] । পৃষ্ঠা: ৭২।
- 
			রাগ: 
			বেলাবলী (মেঘাবলী?)। 
			তাল: ঢিমে তেতালা
			[রাগরাগিণীর 
			এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা:
- গ্রহস্বর: সন্সা।
			
- লয়: মধ্য।