বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: 
		সাজাব তোমারে হে ফুল দিয়ে দিয়ে
		পাঠ ও পাঠভেদ: 
	- গীতবিতান 
	(বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
	প্রেম
	: 
	৩৮৮
			
				
      
		সাজাব তোমারে হে ফুল দিয়ে দিয়ে,
					নানা বরনের বনফুল দিয়ে দিয়ে॥ 
					আজি বসন্তরাতে পূর্ণিমাচন্দ্রকরে
    
					দক্ষিণপবনে, প্রিয়ে,
সাজাব তোমারে হে ফুল দিয়ে দিয়ে॥
				
			
	- 
	
	পাণ্ডুলিপির পাঠ: 
	পাওয়া যায়নি।
- 
	
	পাঠভেদ: 
	 
- তথ্যানুসন্ধান
	
		- 
		
		ক. রচনাকাল ও স্থান:  
- 
		
		খ. 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- 
			
			রেকর্ডসূত্র:
- 
			
			প্রকাশের 
			কালানুক্রম: 
 
- 
		
		গ.
		
		সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
		
		
			- 
			
			ভাঙা গান:
			এটি একটি ভাঙা 
			গান। ইন্দিরাদেবী তাঁর রবীন্দ্রসংগীতের ত্রিবেণী সংগম গ্রন্থে এই গানের 
			মূল গানের উল্লেখ করেছেন। গানটি হলো- ভুলিসি গোবারণ [নট্কিন্দ্র 
			ধামার]
- 
			
			স্বরলিপি:
			
			[স্বরলিপি]
- 
			
			
			স্বরলিপিকার:
			
- 
			
			সুর 
			ও 
			তাল:
				- 
				
				
				স্বরবিতান পঞ্চত্রিংশ(৩৫) খণ্ডে (বিশ্বভারতী,
					) 
				গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ধামার তালে নিবদ্ধ।
				
- 
				
				রাগ : হাম্বীর।  
				[রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। 
				রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। 
				পৃষ্ঠা : ৭৬]
- 
				
				রাগ : 
				নট হাম্বীর। তাল : ধামার। [রবীন্দ্রসংগীত: 
				রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], 
				
				
				পৃষ্ঠা: ৮১।
- 
				
				রাগ : 
				নটহাম্বীর (নটকিন্দ্র?)। তাল : ধামার।
				[রাগরাগিণীর 
				এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ 
				রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], 
				পৃষ্ঠা: 
				১৪১।
 
- 
	
			বিষয়াঙ্গ:
- 
	
			সুরাঙ্গ:
			
- 
			
			
			গ্রহস্বর: 
			
- 
			
			
			লয়: