হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু,
ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত,
হল রোমাঞ্চিত বন বনান্তর-
দুলিল চঞ্চল বক্ষোহিন্দোলে মিলনস্বপ্নে সে কোন্ অতিথি রে।-
সঘনবর্ষণশব্দমুখরিত বজ্রসচকিত ত্রস্ত শর্বরী,
মালতীবল্লরী কাঁপায় পল্লব করুণ কল্লোলে-
কানন শঙ্কিত ঝিল্লিঝঙ্কৃত॥
 চণ্ডালিকা 
		
		
	গ. 
	
	
	সঙ্গীতবিষয়ক
	
	তথ্যাবলি:
	
	 
	স্বরলিপি:  
	
 
	স্বরলিপিকার:
	
	স্বরবিতান
				প্রথম খণ্ডের   প্রথম সংস্করণে (ভাদ্র ১৩৪২) এই গানটির স্বরলিপিটি ছিল
			দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত। 
	
	
	স্বরবিতান
	প্রথম
	খণ্ডের 
			সর্বশেষ সংস্করণ (ভাদ্র ১৩৭৭) এই স্বরলিপিটির অংশবিশেষ পরে পাঠান্তর 
			হিসেবে সুরভেদ ছন্দোভেদ পত্রে যুক্ত হয়েছে। [পৃষ্ঠা: ১৫৬] মূল 
			স্বরলিপিটি অনাদিকুমার দস্তিদারের সম্পাদিত।
        
	[দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]