বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
মনে হল
পেরিয়ে এলেম অসীম পথ আসিতে তোমার দ্বারে
পাঠ
ও পাঠভেদ:
মনে হল যেন
পেরিয়ে এলেম অন্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে
মরুতীর হতে সুধাশ্যামলিম পারে॥
পথ
হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যূথীর মালা
সকরুণ-নিবেদনের-গন্ধ-ঢালা—
লজ্জা দিয়ো না তারে॥
সজল
মেঘের ছায়া ঘনাইছে বনে বনে,
পথ-হারানোর বাজিছে বেদনা সমীরণে।
দূর হতে আমি
দেখেছি তোমার ওই বাতায়নতলে নিভৃতে
প্রদীপ জ্বলে-
আমার
এ আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে॥
-
পাণ্ডুলিপির পাঠ:
-
RBVBMS 160 [আকাশপ্রদীপ,আরোগ্য,
বীথিকা, ব্যক্তিপ্রসঙ্গ, ছড়া, গল্পসল্প, জন্মদিনে, নবজাতক,প্রহাসিনী,
রোগশয্যায়, সানাই, স্ফুলিঙ্গ, গান Poems,
শ্যামা দ্রষ্টব্য: অংশ বিশেষ] [নমুনা]
-
BMFS 070
[বীথিকা। গানটির উপরে লেখা আছে মিলনযাত্রা] [নমুনা]
- পাঠভেদ:
গানটির একটি ভিন্নতর পাঠ আছে। এই পাঠটি গীতবিতানের 'প্রেম ও প্রকৃতি' পর্যায়ের ৮৫
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
ৃতে
প্রদীপ জ্বলে-
আমার এ আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে॥
[প্রকৃতি
১১৫]
দূরের থেকে আমি
দেখেছিলেম তোমার ওই বাতায়নের তলে
তোমারে
প্রদীপ জ্বলে-
আমার এ আঁখি ব্যাকুল পাখি ঝড়ের অন্ধকারে॥
[প্রকৃতি
১১৫]
পত্রিকা:
রেকর্ডসূত্র: পাওয়া যায়
নি।
প্রকাশের
কালানুক্রম:১৩৪২
বঙ্গাব্দের শ্রাবণ মাসে বর্ষামঙ্গল অনুষ্ঠানের পত্রীতে মুদ্রিত হয়েছিল।
এই বছরের ভাদ্র মাসে 'বীথিকা' গ্রন্থে 'অভ্যাগত' শিরোনামে গানটি
প্রকাশিত হয়েছিল।
এরপর ১৩৪৮
বঙ্গাব্দের আশ্বিন
মাসে প্রকাশিত
গীতবিতান -এর
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণে
গানটি প্রকৃতি পর্যায়ের উপবিভাগ বর্ষা'র ৯০
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল।
১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের প্রকৃতি
পর্যায়ের উপবিভাগ বর্ষা’র
৯০ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে ১৩৮০
বঙ্গাব্দের পৌষ মাসে প্রকাশিত অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ
অন্তর্ভুক্ত হয়েছিল ।
গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি:
[নমুনা]
- স্বরলিপিকার:
শান্তিদেব ঘোষ
।
- সুর ও তাল:
-
স্বরবিতান
চতুঃপঞ্চাশত্তম
(৫৪) খণ্ডে (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। গানটি ৩/৩ মাত্রা ছন্দে
দাদরা
তালে নিবদ্ধ।
-
রাগ: পিলু। তাল: দাদরা
[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)] । পৃষ্ঠা: ৭২।
-
রাগ: পিলু, বাঁরোয়া।
তাল:
দাদরা।
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা:
১২৫।
গ্রহস্বর:
সা।
লয়:
মধ্য।