সেই তো তোমার পথের বঁধু সেই তো।
দূর কুসুমের গন্ধ এনে খোঁজায় মধু সেই তো॥
সেই তো তোমার পথের বঁধু সেই তো।
এই আলো তার এই তো আঁধার, এই আছে এই নেই তো॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: নটরাজ ঋতুরঙ্গশালা রচিত হয় ১৯৩৩ বঙ্গাব্দে। এই
গ্রন্থটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়- আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ সংখ্যায়। এই
সময় এই গানটিও 'নটরাজ ঋতুরঙ্গশালা'র সাথে প্রকাশিত হয়েছিল। এরপর 'নটরাজ
ঋতুরঙ্গশালা'-কে রবীন্দ্রনাথ কিছু পরিবর্তন করেন। পরিবর্তিত এই সংস্করণটির
নামকরণ করেন- 'ঋতুরঙ্গ'। 'বসুমতী' পত্রিকার পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ সংখ্যায়
'ঋতুরঙ্গ' প্রকাশিত হয়। এই গ্রন্থের সাথে- এই গানটিও প্রকাশিত হয়েছিল।
বর্তমানে রবীন্দ্ররচনাবলী ১৮তম (অষ্টাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা
২১১-১২।) খণ্ডে এই গানটি 'নটরাজ'-এর সাথে পাওয়া যায়।
রবীন্দ্রনাথ 'নটরাজ-ঋতুরঙ্গশালা ১৩৩৩ বঙ্গাব্দের বসন্তকালে রচনা করেন। এই
নাটকটি এই বৎসরেই শান্তিনিকেতনে প্রথম অভিনীত হয়। এই সময়ে এই গানটি রচিত
হয়েছিল। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলীর অষ্টাদশখণ্ডের ৫৮০
পৃষ্ঠায় এই গানটির রচনাকাল সম্পর্কে বলা হয়েছে-
শরতের ধ্যান :
আলোর অমল কমলখানি। মূলগান ১৬ ফাল্গুন ১৩৩৩
এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ৬৫ বৎসর ১০ মাস বয়সের রচনা।