বিষয়:
রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রকৃতি: ১৭২
হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন
ঢাকা-
হিমের ধন ঘোমটাখানি ধূমল রঙে আঁকা॥
সন্ধ্যাপ্রদীপ তোমার হাতে মলিন হেরি কুয়াশাতে,
কণ্ঠে তোমার বাণী যেন করুণ বাষ্পে মাখা॥
ধরার আঁচল ভরে দিলে প্রচুর সোনার ধানে।
দিগঙ্গনার অঙ্গন আজ পূর্ণ তোমার দানে।
আপন দানের আড়ালেতে রইলে কেন আসন পেতে,
আপনাকে এই কেমন তোমার গোপন ক’রে রাখা॥
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
১৭ ফাল্গুন ১৩৩৩ বঙ্গাব্দ। রবীন্দ্রনাথের ৬৫ বৎসর ১১ মাস বয়সের রচনা।
উল্লেখ্য গানটি নটরাজে 'শিউলী ফোটা ফুরোলো যেই
শীতের বনে- এর পূরক গান।
-
খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রকৃতি (উপ-বিভাগ :
হেমন্ত-২) পর্যায়ের ১৭২ সংখ্যক গান।
- নটরাজ
- (১৩৩৮ বঙ্গাব্দ)। 'বিলাপ' শিরোনামে গৃহীত গানের শেষাংশ।
- রবীন্দ্ররচনাবলী অষ্টাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২২৪।
- ঋতুরঙ্গ (অগ্রহায়ণ, ১৩৩৪ বঙ্গাব্দ)।
-
স্বরবিতান দ্বিতীয় খণ্ডের (মাঘ ১৪১২) ৩১ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১০৬-০৯।
[নমুনা]
- পত্রিকা:
- বিচিত্রা (আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ), শরতের ধ্যান, নটরাজ-ঋতুরঙ্গশালা। পৌষ
১৩৩৪ সংখ্যায় গানটি দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়।
- বসুমতী (পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ)। ঋতুরঙ্গ -এর সাথে গানটি প্রকাশিত হয়েছিল।
- গ.সঙ্গীতবিষয়ক
তথ্যাবলি: