বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: হে সন্ন্যাসী, হিমগিরি ফেলে নীচে নেমে
এলে কিসের জন্য
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রকৃতি
: ১৮৭
হে সন্ন্যাসী,
হিমগিরি ফেলে নীচে নেমে এলে কিসের জন্য।
কুন্দমালতী করিছে মিনতি, হও প্রসন্ন॥
যাহা-কিছু ম্লান বিরস জীর্ণ দিকে দিকে দিলে করি বিকীর্ণ।
বিচ্ছেদভারে বনচ্ছায়ারে করে বিষণ্ণ- হও প্রসন্ন॥
সাজাবে কি ডালা, গাঁথিবে কি মালা মরণসত্রে!
তাই উত্তরী নিলে ভরি ভরি শুকানো পত্রে?
ধরণী যে তব তাণ্ডবে সাথি প্রলয়বেদনা নিল বুকে পাতি।
রুদ্র, এবারে বরবেশে তারে করো গো ধন্য- হও প্রসন্ন॥
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
- ২১ ফাল্গুন
১৩৩৩ বঙ্গাব্দ ।
[স্বরবিতান-২]
- ১৮ ফাল্গুন
১৩৩৩ বঙ্গাব্দ। [রবীন্দ্ররচনাবলী অষ্টাদশ খণ্ড, বিশ্বভারতী, পৃষ্ঠা
: ৫৮০।]
গানটির
রবীন্দ্রনাথের ৬৫
বৎসর ১০ বয়সের রচনা।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রকৃতি (উপ-বিভাগ :
শীত-১২) পর্যায়ের ১৮৭ সংখ্যক গান।
-
নটরাজ
- (১৩৩৮ বঙ্গাব্দ)। স্তব্ধ। গান।
- রবীন্দ্ররচনাবলী অষ্টাদশ খণ্ড
(বিশ্বভারতী), পৃষ্ঠা ২৩৩।
- বিচিত্রা (আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ)। আসন্ন শীত। গান।
নটরাজ-ঋতুরঙ্গশালা-র সাথে প্রকাশিত হয়।
-
স্বরবিতান দ্বিতীয় খণ্ডের (মাঘ ১৪১২) ৩৪ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১১৬-১২০।
[নমুনা:
মূল,
সুরান্তর]
- সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
- স্বরলিপি:
[নমুনা:
মূল,
সুরান্তর]
- স্বরলিপিকার:
স্বরবিতান দ্বিতীয় খণ্ডের প্রথম সংস্করণে (আশ্বিন ১৩৪৩) এই গানটির স্বরলিপিটি ছিল
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত।
স্বরবিতান দ্বিতীয়খণ্ডের সর্বশেষ সংস্করণ (অগ্রহায়ণ ১৩৭৭) এই স্বরলিপিটির অংশবিশেষ পরে পাঠান্তর
হিসেবে সুরভেদ ছন্দোভেদ পত্রে যুক্ত হয়েছে। [পৃষ্ঠা: ১৬৯] মূল স্বরলিপিটি
অনাদিকুমার দস্তিদারের সম্পাদিত।
[দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত রবীন্দ্রসাঙ্গীতের তালিকা]
- সুর ও তাল:
-
স্বরবিতান দ্বিতীয় খণ্ডে (সংস্করণ মাঘ
১৪১২) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি টানা
ছয় মাত্রা বিশিষ্ট তাল-এ নিবদ্ধ।
- রাগ :
পিলু-মুলতান। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], >
পৃষ্ঠা: ৮৪।
- রাগ: মুলতান, ভীমপলশ্রী।
তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত,
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা: ১৪৮।
- গ্রহস্বরসা।
-
লয়: মধ্য।