বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ওগো বধূ সুন্দরী, তুমি মধুমঞ্জরী
পাঠ
ও পাঠভেদ:
ওগো বধূ সুন্দরী, তুমি মধুমঞ্জরী,
পুলকিত চম্পার লহো অভিনন্দন—
পর্ণের পাত্রে ফাল্গুনরাত্রে মুকুলিত মল্লিকা-মাল্যের বন্ধন।
এনেছি বসন্তের অঞ্জলি, গন্ধের,
পলাশের কুঙ্কুম চাঁদিনির চন্দন-
পারুলের হিল্লোল, শিরীষের হিল্লোল, মঞ্জল বল্লীর বঙ্কিম কঙ্কণ-
উল্লাস-উতরোল বেণুবনকল্লোল,
কম্পিত কিশলয়ে মলয়ের চুম্বন।
তব আঁখিপল্লবে দিয়ো আঁখি বল্লভে
গগনের নবনীল স্বপনের অঞ্জন॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
'সাত
ভাই চম্পা' নাম দিয়ে গগনেন্দ্রনাথের ছবিকে অবলম্বন করে রবীন্দ্রনাথ একটি কবিতা
লেখেন ১৩৩১ বঙ্গাব্দে। এই কবিতাটিকে তিনি গানে পরিণত করেন ১৩৪০ বঙ্গাব্দে।
শান্তিদেব ঘোষ তাঁর 'রবীন্দ্রসংগীত' নামক গ্রন্থে [রবীন্দ্রসংগীত। শান্তিদেব
ঘোষ। পৃষ্ঠা : ২০৬। ভাদ্র ১৩৯৯ মুদ্রণ] এই গানটি রচনার প্রেক্ষাপট সম্পর্কে
লিখেছেন-
'সাত ভাই চম্পা' নাম দিয়ে গগনেন্দ্রনাথের ছবিকে অবলম্বন করে গুরুদেব ১৩৩১ সালে একটি বিবাহের উপহারোপযোগী কবিতা লেখেন ছবিটির সঙ্গে। সেই কবিতাটিকে সুর দিয়ে গানে পরিণত করেন ১৩৪০ সালের চৈত্র মাসে, পূর্বের কথারও সামান্য পরিবর্তন করেন। আগে কবিতাটি ছিল-
ওগো বধূ সুন্দরী
নব মধু মঞ্জরী
সাত ভাই চম্পার লহ অভিনন্দন-
পর্ণের পত্রে
ফাল্গুনরাত্রে
স্বর্ণের বর্ণের ছন্দের বন্ধন।
মিশ্র ভৈঁরো রাগের সাহায্যে যখন কবিতাটি গীতরূপ নিল তখন তার কথা বদলে গিয়ে দাঁড়াল-
ওগো বধূ সুন্দরী
তুমি মধু মঞ্জরী
পুলকিত চম্পার লহ অভিনন্দন-
পর্ণের পত্রে
ফাল্গুনরাত্রে
মুকুলিত মল্লিকামাল্যের বন্ধন।
শান্তিদেব ঘোষের মতানুসারে এই গানের আদ্য রূপ
লিখিত হয়েছিল ১৩৩১ সালে। কিন্তু সেই কবিতাটি গানে পরিণত হয়েছিল- ১৩৪০ সালের চৈত্র
মাসে। সেই বিচারে গান হিসাবে রচনাকাল (কিছু শব্দের পরিবর্তন এবং সুর রচনার
বিচারে) ধরা যেতে পারে ১৩৪০। তাই গানটি রবীন্দ্রনাথের ৭২ বৎসর বয়সের রচনা হিসাবে
বিবেচনা করা যেতে পারে।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রেম (উপবিভাগ : প্রেম বৈচিত্র্য ২৪৬)পর্যায়ের ২৭৬ সংখ্যক গান।
গীতোৎসব (বিশ্বভারতী ১৩৩৮ বঙ্গাব্দ)
স্বরবিতান প্রথম খণ্ডের (সংস্করণ ভাদ্র ১৪১৩) ৩৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ১০৪-১০৬।
পত্রিকা:
প্রবাসী (শ্রাবণ ১৩৩৪
বঙ্গাব্দ)।
স্বরবিতান
প্রথম
খণ্ডে
(সংস্করণ
ভাদ্র ১৪১৩) গৃহীত
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি
৪।৪ ছন্দে
''কাহারবা'
তালে নিবদ্ধ।
[কাহারবা
তালে নিবদ্ধ গানের তালিকা]
রাগ- মিশ্র ভৈরব [ভৈঁরো]। [সূত্র : রবীন্দ্রসংগীত। শান্তিদেব ঘোষ। বিশ্বভারতী, ভাদ্র ১৩৯৯ মুদ্রণ। পৃষ্ঠা : ২০৬। ]।
রাগ: কালাংড়া। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪১]
রাগ: কালেংড়া, ভৈরবী। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৬।]
গ্রহস্বর-মা।
লয়-মধ্য।