ওই কি এলে আকাশপারে দিক-ললনার
প্রিয়-
চিত্তে আমার লাগল তোমার ছায়ার উত্তরীয়॥
মেঘের মাঝে মৃদঙ তোমার বাজিয়ে দিলে কি ও,
ওই তালেতে মাতিয়ে আমায় নাচিয়ে দিয়ো দিয়ো॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
রচনার
সঠিক সময় পাওয়া যায় না। ধারণ করা হয়- গানটি 'নটরাজ ঋতুরঙ্গশালা'-কে 'ঋতুরঙ্গ'-এ পরিণত করার সময় রবীন্দ্রনাথের এই গানটি রচনা করেছিলেন। এই বিচারে বলা যায়- গানটি রবীন্দ্রনাথের ৬৬ বৎসর বয়সের রচনা।
বসুমতী (পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ)। ঋতুরঙ্গ-এর সাথে মুদ্রিত হয়েছিল
প্রকাশনা: গানটির পূরক গান ''তপের তাপের বাঁধন কাটুক'' নটরাজ-এ
ব্যবহৃত হয়েছে। কিন্তু শ্রাবণগাথা-তে গ্রহণ করা হয় না। নটরাজ ঋতুরঙ্গশালা
রচিত হয় ১৯৩৩ বঙ্গাব্দে। এই গ্রন্থটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়- আষাঢ়
১৩৩৪ বঙ্গাব্দ সংখ্যায়। এই সময় এই গানটিও 'নটরাজ ঋতুরঙ্গশালা'র সাথে
প্রকাশিত হয়েছিল। এরপর 'নটরাজ ঋতুরঙ্গশালা'-কে রবীন্দ্রনাথ কিছু পরিবর্তন
করেন। পরিবর্তিত এই সংস্করণটির নামকরণ করেন- 'ঋতুরঙ্গ'। 'বসুমতী' পত্রিকার
পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ সংখ্যায় 'ঋতুরঙ্গ' প্রকাশিত হয়। এই গ্রন্থের সাথে- এই
গানটিও প্রকাশিত হয়েছিল। বর্তমানে রবীন্দ্ররচনাবলী ১৮তম (অষ্টাদশ খণ্ড
(বিশ্বভারতী)। পৃষ্ঠা ২১১-১২।) খণ্ডে এই গানটি 'নটরাজ'-এর সাথে পাওয়া যায়।