আছ আপন মহিমা লয়ে মোর গগনে রবি,
আঁকিছ মোর মেঘের পটে তব রঙেরই ছবি ॥
তাপস, তুমি ধেয়ানে তব কী দেখ মোরে কেমনে কব—
তোমার জটে আমি তোমারি ভাবের জাহ্নবী ॥
তোমারি সোনা বোঝাই হল, আমি তো তার ভেলা
নিজেরে তুমি ভোলাবে ব’লে আমারে নিয়ে খেলা।
কণ্ঠে মম কী কথা শোন অর্থ আমি বুঝি না কোনো—
বীণাতে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী ॥
		
		
		গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		
		
		এই গানটির কোন স্বরলিপি নাই।
      	এর একটি তুলনীয় পাঠ আছে। পাঠটি হলো- ‘আমার মাঝে তোমারই মায়া জাগালে তুমি 
		কবি'। এই তুলনীয় পাঠের স্বরলিপিটি স্বরবিতান-৩১ খণ্ডে মুদ্রিত আছে।
 
		সুর ও তাল: 
		
                              
দেখুন :
      আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি। [পূজা-৭১] 
		[তথ্য