বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ফেলে
রাখলেই কি পড়ে রবে ও অবোধ
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
ফেলে
রাখলেই কি পড়ে রবে ও অবোধ।
যে তার
দাম জানে সে কুড়িয়ে লবে ও অবোধ
॥
ও যে
কোন্ রতন তা দেখ্-না ভাবি ওর ’পরে
কি ধুলোর দাবি
?
ও
হারিয়ে গেলে তাঁরি গলার হার গাঁথা যে ব্যর্থ হবে
॥
ওর
খোঁজ পড়েছে জানিস নে তা
?
তাই
দূত বেরোল হেথা সেথা।
যারে
করলি হেলা সবাই মিলি
আদর যে তার বাড়িয়ে দিলি-
যারে
দরদ দিলি তার ব্যথা কি সেই দরদীর প্রাণে সবে ?
।
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১৩২৮ বঙ্গাব্দে ১৩ই পৌষ (বুধবার ২৮ ডিসেম্বর ১৯২১ খ্রিষ্টাব্দ)
রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে শিলাইদহের পথে যাত্রা করেন।
এই সময় তিনি একটি নাটক রচনা
করেন।
রাণু'র কাছে লেখা চিঠি থেকে জানা যায়, এই নাটকটির নাম ছিল পথ এবং
তিনি পৌষ মাসের ২২ তারিখে শান্তিনিকেতনে ফিরে আসেন। এই সময়ের ভিতরে তিনি নাটকটির
প্রাথমিক খসড়া প্রস্তুত করেছিলেন। এরপর নানা রকম পরিবর্তন করে তিনি
ফাল্গুন মাসে এই নাটক চূড়ান্ত রূপ
দেন।
তখন এর নামকরণ করা হয়েছিল মুক্তধারা।
এই নাটকের ১৪টি গানের ভিতরে ৭টি নতুন
ছিল। ধারণা করা যায়, এই গানগুলো পৌষ থেকে ফাল্গুন মাসের ভিতরে রচিত।
প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর গীতবিতান কালানুক্রমিক সূচী গ্রন্থে এই গানগুলোর
তারিখ উল্লেখ করেছেন ৩০ পৌষ সংক্রান্তি। অবশ্য এই বিষয়ে প্রভাতকুমার কোনো সূত্র
উল্লেখ করেন নি। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬০ বৎসর
৯ মাস।
[৬০ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)।
পূজা
৩৪৫,
উপবিভাগ:
বিশ্ব
১২।
-
মুক্তধারা
-
প্রথম সংস্করণ
[ব্রাহ্মমিশন প্রেস, বৈশাখ
১৩২৯ বঙ্গাব্দ।
ধনঞ্জয়ের গান। পৃষ্ঠা: ১০৭]
[নমুনা]
-
রবীন্দ্ররচনাবলী চতুর্দশ খণ্ড (বিশ্বভারতী)।
মুক্তধারা
ধনঞ্জয়’এর
গান।
পৃষ্ঠা ২২৯।
পত্রিকা:
- প্রবাসী (বৈশাখ ১৩২৯ বঙ্গাব্দ)।
মুক্তধারা নাটকের সাথে গানটি মুদ্রিত হয়েছিল।
পৃষ্ঠা ৩১]
[নমুনা]
রেকর্ড সূত্র:
পাওয়া যায় নি।
প্রকাশের কালানুক্রম:
১৩২৯
বঙ্গাব্দের বৈশাখ মাসে গানটি প্রকাশিত হয়েছিল
মুক্তধারা গ্রন্থে এবং
প্রবাসী পত্রিকার 'বৈশাখ ১৩২৯ বঙ্গাব্দ' সংখ্যায়।
এরপর গানটি ১৩৩৮ বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতানের
দ্বিতীয় খণ্ড প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩৪৮ বঙ্গাব্দে প্রকাশিত
প্রথম খণ্ড,
দ্বিতীয় সংস্করণে
পূজা
পর্যায়ের
বিশ্ব
উপবিভাগের
১২ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
এরপর ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩৪৫
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক
তথ্যাবলী:
স্বরলিপি নাই