বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
শুধু কি তার বেঁধেই তোর কাজ ফুরাবে
পাঠ
ও পাঠভেদ:
শুধু কি তার বেঁধেই তোর কাজ ফুরাবে
গুণী মোর, ও গুণী!
বাঁধা বীণা রইবে পড়ে এমনি ভাবে
গুণী মোর, ও গুণী!
তা হলে হার হল যে হার হল,
শুধু বাঁধাবাঁধিই সার হল গুণী মোর, ও গুণী!
বাঁধনে যদি তোমার হাত লাগে
তা হলেই সুর জাগে, গুণী মোর, ও গুণী!
না হলে, ধুলায় প'ড়ে লাজ কুড়াবে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল
ও স্থান:
১৩২৮ বঙ্গাব্দে ১৩ই পৌষ (বুধবার ২৮ ডিসেম্বর ১৯২১
খ্রিষ্টাব্দ) রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে শিলাইদহের পথে যাত্রা করেন। রাণু'র কাছে লেখা চিঠি থেকে জানা যায়, এই নাটকটির নাম ছিল পথ এবং
তিনি পৌষ মাসের ২২ তারিখে শান্তিনিকেতনে ফিরে আসেন। এই সময়ের ভিতরে তিনি নাটকটির
প্রাথমিক খসড়া প্রস্তুত করেছিলেন। এরপর নানা রকম পরিবর্তন করে তিনি
ফাল্গুন মাসে এই নাটক চূড়ান্ত রূপ লাভ করেছিল। এই নাটকের ১৪টি গানের ভিতরে ৭টি নতুন
ছিল। ধারণা করা যায়, এই গানগুলো পৌষ থেকে ফাল্গুন মাসের ভিতরে রচিত।
প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর গীতবিতান কালানুক্রমিক সূচী গ্রন্থে এই গানগুলোর
তারিখ উল্লেখ করেছেন ৩০ পৌষ সংক্রান্তি। অবশ্য এই বিষয়ে প্রভাতকুমার কোনো সূত্র
উল্লেখ করেন নি। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬০ বৎসর
৯ মাস।
প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)। ১৩১৮ বঙ্গাব্দে প্রকাশিত 'মুক্তধারা' নাটক থেকে গানটি গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৬০৩-৬০৪। [নমুনা: ৬০৩, ৬০৪]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)। পূজা, বন্ধু। পৃষ্ঠা: ৩৭। [নমুনা]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৮০) পূজা: ৮৬, উপবিভাগ: বন্ধু-৫৪। পৃষ্ঠা: ৪০।
প্রথম সংস্করণ [ব্রাহ্মমিশন প্রেস, বৈশাখ ১৩২৯ বঙ্গাব্দ। ধনঞ্জয়ের গান। পৃষ্ঠা: ১০৫। [নমুনা]
রবীন্দ্ররচনাবলী ১৪শ খণ্ড, (বিশ্বভারতী)। ধনঞ্জয়ের গান পৃষ্ঠা: ২২৮।
পত্রিকা:
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: ১৩২৯ বঙ্গাব্দের বৈশাখ মাসে গানটি প্রথম প্রকাশিত হয়
'মুক্তধারা' নাটকের সাথে।
১৩৩৮ বঙ্গাব্দে
বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত গীতবিতানের প্রথম খণ্ডে স্থান পেয়েছিল।
এরপর গীতবিতানের
একই খণ্ডের ১৩৪৮ সংস্করণে গানটি পূজা পর্যায়ের বন্ধু উপবিভাগে অন্তর্ভুক্ত
হয়। ১৩৮০ বঙ্গাব্দে অখণ্ড
গীতবিতানের তৃতীয়
সংস্করণে গানটি পূজা পর্যায়ের ৮৬ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি: গানটির স্বরলিপি পাওয়া যায় নি। ধারণা করা হয়, গানটির সুর হারিয়ে গেছে।