ক.
রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের
পাণ্ডুলিপিতে স্থান ও তারিখ উল্লেখ আছে 'অগ্রহায়ণ, শিলাইদা ১৩১৭'।
উল্লেখ্য ১৩১৭ বঙ্গাব্দের কার্তিক মাসে রবীন্দ্রনাথ তাঁর 'রাজা'
নাটক শেষ করেন। [সূত্র : চারুচন্দ্রকে লেখা চিঠি। (রবীন্দ্রজীবনী
ষষ্ঠ খণ্ড, প্রশান্তকুমার পাল, পৃষ্ঠা ১৭৯)]। এই নাটক উপলক্ষে তিনি
যে গানগুলো রচনা করেছিলেন, তার ভিতরে এই গানটিও ছিল।
সে হিসাবে গানটি রবীন্দ্রনাথের ৪৯ বৎসর
৭ মাস বয়সের রচনা।
[রবীন্দ্রনাথের
৪৯ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
প্রকাশের কালানুক্রম:
গানটি ১৩১৭ বঙ্গাব্দে প্রকাশিত রাজা
নাটকের প্রথম সংস্করণে ছিল। ১৩২১ বঙ্গাব্দে গানটি
ধর্ম্মসঙ্গীত নামক গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল।
১৩২৭ বঙ্গাব্দে প্রকাশিত রাজা নাটকে গানটি গ্রহণ করা হয় নি।
১৩৩৮
বঙ্গাব্দে বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত গীতবিতানের দ্বিতীয় খণ্ডের প্রথম
সংস্করণে
স্থান পেয়েছিল 'রাজা' নাটক থেকে। এরপর গীতবিতানের
প্রথম খণ্ডে
১৩৪৮ সংস্করণে
গানটি পূজা পর্যায়ের বন্ধু উপবিভাগে
অন্তর্ভুক্ত হয়।
১৩৮০ বঙ্গাব্দে অখণ্ড
গীতবিতানের তৃতীয় সংস্করণে গানটি পূজা পর্যায়ের ৮৭ সংখ্যক গান
হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
সঙ্গীত বিষয়ক তথ্যাবলি:
গানটির
স্বরলিপি পাওয়া যায় নি। ধারণা করা হয়, গানটির সুর হারিয়ে গেছে।