একশ গানের নজরুল সঙ্গীত স্বরলিপি
তৃতীয় খণ্ড
হরফ প্রকাশনী (এ-১২৬ কলেজ স্ট্রিট মার্কেট, কলিকাতা) থেকে প্রকাশিত নজরুল স্বরলিপি সিরিজের তৃতীয় খণ্ড। এই খণ্ডে কাজী অনিরুদ্ধ ও নিতাই ঘটকের ১০১টি স্বরলিপি স্থান পেয়েছে। এর সর্বশেষে প্রকাশ হয়েছে জুলাই, ১৯৯৩ খ্রিষ্টাব্দ-এ। নিচে এই খণ্ডের গৃহীত গানের স্বরলিপির তালিকা দেওয়া হলো।
তুমি হাতখানি যবে রাখ মোর হাতের পরে [গান-১৪৪] [তথ্য]
সজল-কাজল-শ্যামল এসো [গান-৯৮৬] [তথ্য]