৩৬ বৎসর অতিক্রান্ত বয়স
১৯৩৬ খ্রিষ্টাব্দে কাজী নজরুল ইসলামের বয়স ছিল প্রায় ৩৭ বৎসর। তাই ১৯৩৫ খ্রিষ্টাব্দে রচিত বা প্রকাশিত গানগুলোকে প্রায় ৩৭ বৎসর হিসাবে বিবেচনা করা হয়েছে। এই বৎসরে তাঁর রচিত বা প্রকাশিত গানের তালিকা নিচে তুলে ধরা হলো।
১৯৩৬
খ্রিষ্টাব্দের ১৬ই
ফেব্রুয়ারি
তারিখে বেতারের 'জীবনস্রোত'
গীতি আলেখ্য অনুষ্ঠানে
গানটি সম্প্রচারিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর। এই গানটি হলো
অগ্নি-গিরি ঘুমন্ত উঠিল জাগিয়া
[গান-১০০১] [তথ্য]
১৯৩৬ খ্রিষ্টাব্দের ৬ই আগষ্ট কোলকাতা বেতার
থেকে 'মীরা উৎসব' নামে একটি গীতি-আলেখ্য সম্প্রচারিত হয়। এই গীতি-আলেখ্যটিতে
নজরুলের রচিত ও সুরারোপিত একটি গান প্রচারিত হয়েছিল। গানটি হলো
নাচত নন্দ-দুলাল
১৯৩৬
খ্রিষ্টাব্দের
ডিসেম্বর
মাসে
এইচ.এম.ভি. রেকর্ড
কোম্পানি একটি গানের রেকর্ড প্রকাশ করে। গানটি হলো
ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি [গান-১১] [তথ্য]