১৭৪৬
      রাগ: শঙ্করী (নজরুল-সৃষ্ট)।  তাল: একতাল।      

শঙ্কর অঙ্গলীনা যোগ মায়া শঙ্করী শিবানী।
বালিকা-সম লীলাময়ী নীল-উৎপল-পাণি
              সজল-কাজল-ঝর্না
              মুক্‌ত বেণী অপর্ণা,
তিমির বিভাবরী স্নিগ্ধা শ্যামা কালিকা ভবানী
প্রলয় ছন্দময়ী চণ্ডী শব্দ-নূপুর-চরণা,
শাম্ভবী শিব-সীমন্তিনী শঙ্করাভরণা।
               অম্বিকা দুঃখহারিণী
               শরণাগত-তারিণী,
জগদ্ধাত্রী শান্তিদাত্রী প্রসীদ মা ঈশানী     

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭ বঙ্গাব্দ। ফেব্রুয়ারি,২০১৪) নামক গ্রন্থের ৭৪৬ সংখ্যক গান। পৃষ্ঠা:৫১৯।
নবরাগ,  (নজরুল ইন্সটিটিউট,সেপ্টেম্বর,২০০৫) নামক গ্রন্থের  ৯ সংখ্যক গান । পৃষ্ঠা: ২১-২২।

২. রেকর্ড সূত্র:  তথ্য নাই।
                       
৩. রচনাকাল:    তথ্য নাই।

৪. প্রাসঙ্গিক পাঠ: 
                  
                      
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
                                                                      
৬. স্বরলিপিকার: জগৎ ঘটক। নবরাগ, (নজরুল ইন্সটিটিউট,সেপ্টেম্বর,২০০৫)

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ:
শঙ্করী
তাল :
একতাল(চতুর্মাত্রিক)।
গ্রহস্বর :
গা।