শঙ্করী
কাজী নজরুল ইসলামের সৃষ্ট রাগ। এই রাগের নাম রাখা হয়েছে হিন্দু পৌরাণিক দেবী শঙ্করী (দুর্গা)-এর নামানুসারে।
এই রাগের প্রকৃতি গম্ভীর। অবরোহণে গান্ধার স্বর মধ্যমের সঙ্গে আন্দোলিত হয়। কোমল নিখাদ বক্র এবং আরোহণে শুদ্ধ নিখাদ বক্র। রাগটি মীড় প্রধান।

আরোহণ: স গ, প ন, ধ র্স
অবরোহণ: র্স ন প, গ প ণ ধ প,গ প গ স
ঠাট: বিলাবল
জাতি: ঔড়ব-ঔড়ব।
বাদীস্বর: গান্ধার
সমবাদী স্বর: নিষাদ
অঙ্গ: পূর্বাঙ্গ বাদী
সম প্রকৃতির রাগ শঙ্করা, বেহাগড়া।
পকড় : স, গ প গ, স, ন্‌ প্‌, গ প ণ ধ প, গ প গ স

এই রাগে নিবদ্ধ একমাত্র গান
    শঙ্কর অঙ্গলীনা যোগ মায়া [তথ্য]