বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: শঙ্কর অঙ্গলীনা যোগ মায়া শঙ্করী শিবানী।
রাগ: শঙ্করী (নজরুল-সৃষ্ট), তাল: একতাল
শঙ্কর অঙ্গলীনা যোগ মায়া শঙ্করী শিবানী।
বালিকা-সম লীলাময়ী নীল-উৎপল-পাণি॥
          সজল-কাজল-ঝর্না
          মুক্‌ত বেণী অপর্ণা,
তিমির বিভাবরী স্নিগ্ধা শ্যামা কালিকা ভবানী॥
প্রলয় ছন্দময়ী চণ্ডী শব্দ-নূপুর-চরণা,
শাম্ভবী শিব-সীমন্তিনী শঙ্করাভরণা।
            অম্বিকা দুঃখহারিণী
            শরণাগত-তারিণী,
জগদ্ধাত্রী শান্তিদাত্রী প্রসীদ মা ঈশানী॥
স্থায়ীর দ্বিতীয় পঙ্ক্তিতে দুর্গার নাম

অন্তরার প্রথম ও দ্বিতীয় পঙ্ক্তিতে দুর্গার নাম

অন্তরার চতুর্থ পঙ্ক্তিতে দুর্গার নাম:

সঞ্চারীর প্রথম পঙ্ক্তিতে দুর্গাকে বলা হয়েছে

সঞ্চারীর দ্বিতীয় পঙ্ক্তিতে দুর্গাকে বলা হয়েছে-

আভোগে দুর্গা যে সকল নাম পাওয়া যায়-যে নামগুলো পাওয়া যায়, তা হলো-

এই রাগটিতে রয়েছে শুভঙ্করী ও কল্যাণী রূপ। চতুর্মাত্রিক একতালে নিবদ্ধ এই গানটি খেয়ালাঙ্গের। এ গানের স্বরবিন্যাসের ঘন গাঁথুনীতে দেবী-বন্দনার সারল্য কিছুটা বিঘ্নিত হয়। গানটিতে সুর তানের বিন্যাসে চলে ফলে, রাগের খেয়াল রূপটি স্পষ্ট হয় বটে, কিন্তু ভাব অনুধাবনে তা বাধার সৃষ্টি করে।