বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
২৪

শিরোনাম:
কে তোরে কি বলেছে মা ঘুরে বেড়াস কালি মেখে

পাঠ ও পাঠভেদ:


রাগ : সাবন্ত সারং, তাল : ত্রিতাল।

মেঘ-বিহীন খর-বৈশাখে
তৃষায় কাতর চাতকী ডাকে

সমাধি-মগ্না উমা তপতী

রৌদ্র যেন তার তেজঃ জ্যোতি,
ছায়া মাগে ভীতা ক্লান্তা কপোতী

কপোত-পাখায় শুষ্ক শাখে
শীর্ণা তটিনী বালুচর জড়ায়ে
তীর্থে চলে যেনো শ্রান্ত পায়ে।
দগ্ধ-ধরণী যুক্ত-পাণি
চাহে আষাঢ়ের আশিস বাণী
যাপিয়া নির্জলা একাদশীর তিথি
পিপাসিত আকাশ যাচে কাহাকে

ক. উৎস (লিখিত) :
১. নজরুল সঙ্গীত সমগ্র [নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭/ফেব্রুয়ারি ২০১১]। ২৪ সংখ্যক গান।
২.
নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রথম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, চৈত্র ১৩৯২। মার্চ, ১৯৮৬)।

খ. উৎস (রেকর্ড) : HMVN 27748। ১৯৪৭। শিল্পী  ধীরেন্দ্রচন্দ্র মিত্র। [শ্রবণ নমুনা]

গ. পর্যায় : প্রকৃতি (গ্রীষ্ম)।

ঘ. রচনাকাল :

ঙ. প্রাসঙ্গিক পাঠ :

চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
স্বরলিপিকার:
সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড, (নজরুল ইনস্টিটিউট, অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর, ১৯৯৫)। পৃষ্ঠা: ১১৫-১১৮। [স্বরলিপি]

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ : সামন্ত সারং । তাল : ত্রিতাল
[নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রথম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭/ফেব্রুয়ারি ২০১১]
অঙ্গ: খেয়ালাঙ্গ।
গ্রহস্বর: সা।
লয় : মধ্য।