শ্রবণ নমুনা

ত্রিতাল

 

এটি একটি ১৬ মাত্রা বিশিষ্ট সমপদী তাল ছন্দোবিভাজন ৪ ; তিনটি তালি একটি ফাঁক রয়েছে এই তালটি খেয়াল গানে ব্যবহৃত হয়

 

+                                     

       

       

 

 

 

         

ধা

ধি

ধিন্

ধা

ধা

ধিন্

ধিন্

ধা

না

তিন্

তিন্

না 

তেটে

ধিন্ ধিন্ ধা

 

 

১০

১১

১২

 


নজরুল সঙ্গীতে ত্রিতালে নিবদ্ধ গানের তালিকা
পিউ পিউ বোলে পাপিয়া [গান-২৫] [তথ্য]
ভগবান শিব জাগো জাগো [গান-১৬৩৯] [তথ্য]
ভোরে ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে [গান-৯] [তথ্য]
মৃত্যু নাই, নাই দুঃখ আছে শুধু প্রাণ [গান-১৬৭৮] [তথ্য]
মেঘ বিহীন খর বৈশাখে [গান-২৪] [তথ্য]
 


সূত্র :
ভারতীয়  সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ ১৩৭২।
তবলা শিক্ষা। বি.বটব্যাল।