বিষয়:
নজরুল সঙ্গীত।
গান সংখ্যা : ৩০৩
শিরোনাম:
আমার নয়নে নয়ন রাখি' পান করিতে চাও কোন্ অমিয়
পাঠ ও পাঠভেদ:
রাগ: মালবশ্রী মিশ্র, তাল: কাহারবা
আমার নয়নে নয়ন রাখি' পান করিতে চাও কোন্ অমিয়।
আছে এ আঁখিতে উষ্ণ আঁখি-জল মধুর সুধা নাই পরান-প্রিয়॥
ওগো ও শিল্পী, গলাইয়া মোরে
গড়িতে চাহ কোন্ মানস-প্রতিমারে,
ওগো ও পূজারি, কেন এ আরতি জাগাতে পাষাণ-প্রণয়-দেবতারে।
এ দেহ-ভৃঙ্গারে থাকে যদি মদ ওগো প্রেমাষ্পদ, পিও গো পিও॥
আমারে কর গুণী, তোমার বীণা
কাঁদিব সুরে সুরে, কণ্ঠ-লীনা
আমার মুখের মুকুরে কবি
হেরিতে চাহ মোরে কর গো চন্দন তপ্ত তনু তব শীতল করিও॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৪ বৎসর।
১. এইচ.এম.ভি. (ডিসেম্বর
১৯৩৩ খ্রিষ্টাব্দ)। শিল্পী: মিস্ মানদা।
রেকর্ড নং- এন ৭১৭৫। [সূত্র: নজরুল সঙ্গীত নির্দেশিকা
। ব্রহ্মমোহন ঠাকুর (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯)
পৃষ্ঠা: ৪৩]
২. সাহেনশাহী (?)। শিল্পী: কে. মল্লিক। রেকর্ড নং- এন. এ. ১৪০৩।
[সূত্র: নজরুল সঙ্গীত নির্দেশিকা । ব্রহ্মমোহন
ঠাকুর (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯)
পৃষ্ঠা: ৪৩]
৩.
টুইন (?)। শিল্পী: মিস বীণাপাণি। রেকর্ড নং-
FT. 2357।
[সূত্র: নজরুল-সঙ্গীত স্বরলিপি, একাদশ খণ্ডে (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪০৪। জুন ১৯৯৭)।
পৃষ্ঠা: ১-৩] [রেকর্ডে
নজরুলসঙ্গীতের তালিকা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: