বিষয়:
নজরুল সঙ্গীত।
গান সংখ্যা : ৩০৪
শিরোনাম: আমি কূল ছেড়ে চলিলাম ভেসে
বলিস্
ননদীরে সই, বলিস্
ননদীরে।
পাঠ ও পাঠভেদ:
তাল: কাহারবা
আমি কূল ছেড়ে চলিলাম ভেসে বলিস্ ননদীরে সই, বলিস্ ননদীরে।
শ্রীকৃষ্ণ নামের তরণীতে প্রেম-যমুনার তীরে বলিস্ ননদীরে
সই, বলিস্ ননদীরে॥
সংসারে মোর মন ছিল না, তবু মানের দায়ে
আমি ঘর করেছি সংসারেরি শিকল বেঁধে পায়ে
শিক্লি-কাটা পাখি কি আর পিঞ্জরে সই ফিরে॥
বলিস্ গিয়ে কৃষ্ণ নামের কলসি বেঁধে গলে
ডুবেছে রাই কলঙ্কিনী কালিদহের জলে।
কলঙ্কেরই পাল তুলে সই, চল্লেম অকূল-পানে
নদী কি সই, থাকতে পারে সাগর যখন টানে।
রেখে গেলাম এই গোকুলে কুলের বৌ-ঝিরে॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: