বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
.

শিরোনাম:
বাল কি রে ভোরের সানাই নিদ্-মহলার আঁধার-পুরে

১. পাঠ ও পাঠভেদ:

              ৭.
    রাগ : মান্দ, তাল : কাহারবা
বাজ্‌ল কি রে ভোরের সানাই নিদ্-মহলার আঁধার-পুরে
শুন্‌ছি আজান গগন-তলে আঁধার-রাতের মিনার-চূড়ে
সরাই-খানার্ যাত্রীরা কি
'বন্ধু জাগো'ঠ্‌ল হাঁকি'?
নীড় ছেড়ে ঐ প্রভাত-পাখি
                        গুলিস্তানে চল্‌ল উড়ে'
তীর্থ-পথিক্ দেশ-বিদেশের
র্ফাতে আজ জুট্‌ল কি ফের,
'লা শরীক আল্লাহু' মন্ত্রের
                        নাম্‌ল কি বান পাহাড় 'তূরে'
আজকে আবার কা'বার পথে
ভিড় জমেছে প্রভাত হ'তে,
নামল কি  ফের্ হাজার স্রোতে
                        'হেরার' জ্যোতি জগৎ জুড়ে
আবার 'খালেদ' 'তারেক' 'মুসা'
আনল কি খুন-রঙিন ভূষা,
স্‌ল ছুটে' হাসীন ঊষা
                        নও-বেলালের শিঁরিন সুরে

আদি গ্রামোফোন রেকর্ডের সাথে নজরুল-সঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড, (নজরুল ইনস্টিটিউটনভেম্বর ১৯৯৫)। পাঠের ভিন্নতা আছে। যেমন
    ৪.১. শুন্‌ছি আজান গগন-তলে
          আঁধার-রাতের মিনার-চূড়ে
     নজরুল-সঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড, (নজরুল ইনস্টিটিউটনভেম্বর, ১৯৯৫)
   
          শুন্‌ছি আজান গগন-তলে
          অতীত-রাতের মিনার-চূড়ে
     নজরুল-গীতিকা, নজরুল-রচনাবলী। তৃতীয় খণ্ড। (বাংলা একাডেমী। ২৫ মে, ২০১০)

   ৪.২. তীর্থ-পথিক দেশ বিদেশের
          'আরফাতে' আজ জুটল কি ফের,
          'লা শরীক আল্লাহু'-মন্ত্রের
          নামল কি বান পাহাড় 'তূরে'


         আঁজলা ভ'রে আনলো কি প্রাণ
         কারবালাতে বীর শহীদান;
         আজ্‌কে রওশন জমিন-আসমান
         নওজোয়ানীর সুর্‌খ্-নূরে
   নজরুল-গীতিকা, নজরুল-রচনাবলী। তৃতীয় খণ্ড। (বাংলা একাডেমী। ২৫ মে, ২০১০)

   ৪.৩. এর ভিন্নতর পাঠ পাওয়া যায়- 'সন্ধ্যা' নামক কাব্যগ্রন্থের 'ভোরের সানাই' নামক কবিতার সাথে। দেখুন :  ভোরের সানাই'

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান