পটদীপ
নজরুল-সংগীত স্বরলিপি।
চতুর্থ সংখ্যা।
স্বরলিপিকার: নিতাই ঘটক।
প্রকাশক: হরফ প্রকাশনী। এ-১২৬ কলেজ স্ট্রীট মার্কেট। কলিকাতা-১২।
প্রকাশকাল: কবি নজরুলের ৭১তম জন্মদিন। এগারই জ্যৈষ্ঠ। ১৩৭৭
এই গ্রন্থে অন্তর্ভুক্ত গানগুলোর ৩০টি স্বরলিপিকে বিষয়ানুসারে সাজানো হয়েছে।
এই বিষয়গুলো হলো- রাগপ্রধান, আধুনিক (মিলনান্তক), আধুনিক (বিরহ), ভক্তি ও শক্তি,
ইসলামী ও বিবিধ। নিচে এই গ্রন্থে অন্তর্ভুক্ত গানগুলোর বর্ণনাক্রমিক সূষি দেওহা হলো।
বর্ণানুক্রমিক তালিকা।
- এসো কল্যাণী চির-আয়ুষ্মতী [তথ্য][নমুনা]
- কেন মনোবনে মালতী বল্লরী দোলে
[তথ্য]
[নমুনা]
- পরমাত্মা নহ তুমি [তথ্য][নমুনা]
- বিশ্ব ব্যাপিয়া আছ তুমি জেনে [তথ্য]
[নমুনা]